মনোনয়ন স্থগিত হওয়া মাদারীপুর-১ আসনের প্রার্থী বিএনপি নেতা কামাল জামান মোল্লা বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজারো মায়ের বুক খালি করেছে। হাজার হাজার মানুষকে নির্যাতন করেছে। বিগত ১৮ বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে ছিলাম। একমাত্র ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করাই ছিল লক্ষ্য।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে আয়োজিত এক সমাবেশে উপস্থিত সমর্থকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
কামাল জামান মোল্লা বলেন, বিগত ১৮ বছর বিএনপির জন্য পরীক্ষা দিয়েছি। রাজনীতির মাঠে রয়েছি। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সার্বক্ষণিক মাঠে রয়েছি। একদিনের জন্যও আন্দোলন-সংগ্রাম বন্ধ করেনি। আমার লক্ষ্য ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করা। আপনারা ধানের শীষের জন্য ভোট চাইবেন। মানুষের বাড়ি বাড়ি যাবেন। ইনশাল্লাহ স্থগিত হওয়া মনোনয়ন আমাকে ফিরিয়ে দেওয়া হবে।
তিনি আরও বলেন, শিবচরের মানুষকে ভালোবেসে তারেক রহমান মাদারীপুর-১ (শিবচর) আসনে আমাকে মনোনয়ন দিয়েছিলেন। কিছু দুষ্কৃতকারীর কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমার মনোনয়ন সাময়িক স্থগিত করা হয়েছে। ইনশাল্লাহ, মনোনয়ন আবার আমাকে দেওয়া হবে। শিবচরের মানুষ আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি। আমি সবসময় শিবচরের মানুষের পাশে থাকবো। আর মনোনয়ন পেলে শিবচরের মানুষের ভালোবাসায় এই আসন বিএনপিকে উপহার দেব।
শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লা সভাপতিত্বে এবং শিবচর পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. আজমল হোসেন খান সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খান।
সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে জামান মোল্লার সমর্থক অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেএন/টিএ