ভারতীয় সংগীতের সৌরভ ছড়িয়ে দেওয়া জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল আবারও মনে করিয়ে দিলেন নিজের অবস্থান, নিজের পরিচয় আর আত্মমর্যাদার কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, অন্য কারও মতো হতে তাঁর ইচ্ছে নেই; তিনি যেমন, ঠিক তেমনভাবেই থাকতে ভালোবাসেন।
শ্রেয়ার এই মন্তব্যে প্রতিফলিত হয়েছে আত্মবিশ্বাস, আত্মপরিচয়ের শক্তি এবং নিজেকে গ্রহণ করার সত্যিকারের সৌন্দর্য। বহু ভক্ত তাঁর বার্তাকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন। শিল্পীরা প্রায়ই আলোচনায়, প্রত্যাশায় অথবা তুলনার চাপে পড়ে যান, কিন্তু শ্রেয়া স্পষ্ট জানিয়ে দিলেন—নিজের মতো থাকাই তাঁর শক্তি, তাঁর স্বকীয়তা।
ভক্তদের মতে, শ্রেয়ার এই বার্তা শুধু একজন শিল্পীর অনুভূতি নয়, বরং আজকের প্রজন্মের জন্য আত্মসম্মান ও স্বাভাবিকতাকে আলিঙ্গন করার এক মূল্যবান শিক্ষা। তাঁর দৃঢ় অবস্থানকে সবাই স্বাগত জানিয়েছেন, যা আবারও প্রমাণ করে কেন তিনি শুধু কণ্ঠেই নয়, মানসিকতায়ও এতটা অনুপ্রেরণামূলক।
কেএন/টিএ