দাপুটে পারফর্মেন্সে জর্জিয়াকে হারিয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে স্পেন। শনিবার (১৫ নভেম্বর) রাতে জর্জিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেয় দে লা ফুয়েন্তের দল। জর্জিয়ার মাঠ বরিস পাইচাদজে দিনামো এরিনায় ম্যাচের শুরু থেকেই খেলা নিজেদের নিয়ন্ত্রণে নেয় স্পেন। ম্যাচের প্রথমার্ধে জর্জিয়ার জালে তিন গোল দেয় ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচের ১১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল। জাতীয় দলের হয়ে ৫০তম ম্যাচ খেলতে নেমে তা স্মরণীয় করে রাখলেন তিনি। দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্পেনকে।
২২ মিনিটে রুইজের পাস থেকে সহজে জাল খুঁজে নেন মার্টিন জুবিমেন্ডি। ৩৪তম মিনিটে ওয়ারজাবালের পাস থেকে গোল করেন বার্সেলোনার তারকা ফেরান তোরেস। প্রথম হাফের মতো দ্বিতীয় হাফেও কোনো সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা। একের পর এক আক্রমণ করে গেছে স্পেন। ৬৩তম মিনিটে তোরেসের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ওয়ারজাবাল। তাতে স্পেনের বড় জয় নিশ্চিত হয়।
প্রতিযোগিতামূলক ফুটবলে এই নিয়ে টানা ৩০ ম্যাচে অপরাজিত রইল স্পেন। ভিসেন্তে দেল বস্কের অধীনে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে গড়া নিজেদের আগের রেকর্ড (২৯) ছাড়িয়ে নতুন চূড়ায় উঠল তারা। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে পাঁচ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। এই পাঁচ ম্যাচে ১৯ গোল করার পাশাপাশি একটিও হজম করেনি ফুয়েন্তের দল।
এসএস/টিকে