আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সফলতম কোচ লিওনেল স্কালোনি। তার কোচিংয়ে এরই মধ্যে একটি বিশ্বকাপ, দুইটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা জিতে নিয়েছে আলবিসেলেস্তেরা। আর এই সাফল্য পাওয়ার পথে ৫৯ জন ফুটবলারকে তিনি দিয়েছেন স্বপ্নপূরণের স্বাদ।
যে কোনো ফুটবলারের সবচেয়ে বড় স্বপ্ন থাকে নিজ দেশের জাতীয় দলের প্রতিনিধিত্ব করা। স্কালোনির কোচিংয়ে সেই স্বপ্ন পূরণ হয়েছে ৫৯ জন ফুটবলারের। আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে সাত বছরে ৫৯ জন ফুটবলারের অভিষেক করিয়েছেন স্কালোনি।
প্রায় নিয়মিতই প্রীতি ম্যাচ বা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ম্যাচ পেলেই নতুন খেলোয়াড়দের সুযোগ পথে হাঁটেন স্কালোনি। তার এই পরিকল্পনার কারণেই মূলত গত কয়েক বছরে কখনও তেমন সংকটে পড়তে হয়নি আর্জেন্টিনার। কারণ সবসময়ই প্রস্তুত থাকেন কেউ না কেউ।
অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনার সবশেষ ম্যাচে প্রথমবার জাতীয় দলের হয়ে খেলেছেন কেভিন ম্যাক-অ্যালিস্টার, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, হোয়াকিন পানিচেল্লি ও ম্যাক্সিমো পেরোনে। এর আগে পুয়ের্তো রিকোর বিপক্ষে ৬-০ গোলে জেতা ম্যাচে অভিষেক হয় ফাকুন্দো ক্যাম্বেসের।
২০১৮ সালে গুয়াতেমালার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে কোচিং অধ্যায় শুরু করেন স্কালোনি। সেদিন জেরোনিমো রুলি, রেনজো সারাভিয়া, এজেকুয়েল পালাসিওস, গনসালো মার্তিনেস, জিওভানি সিমেওনে, ওয়াল্টার কানেমান, আলান ফ্রাঙ্কো, মাতিয়াস ভার্গাস, ফ্রাঙ্কো সার্ভি, ফ্রাঙ্কো ভাসকেসের অভিষেক হয়।
গত বছর অসংখ্য ফুটবলারের অভিষেক করান স্কালোনি। কোপা আমেরিকার আগে জাতীয় দলের হয়ে প্রথম খেলেন ওয়াল্টার বেনিতেজ, ভ্যালেন্তিন কারবোনি ও ভ্যালেন্তিন বারকো। বিশ্বকাপ বাছাইপর্বে অভিষেক হয় আরও তিন জনের- ভ্যালেন্তিন ক্যাস্তেয়ানোস, নিকোলাস পাজ, জুলিয়ানো সিমেওনে।
সাত বছরের এই অধ্যায়ে স্কালোনির সবচেয়ে বড় সাফল্য নিশ্চিতভাবেই ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়। ওই টুর্নামেন্টের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলা শুরুর একাদশের সাতজনেরই অভিষেক হয় স্কালোনির কোচিংয়ে।
সব মিলিয়ে কাতার বিশ্বকাপের দলে থাকা আর্জেন্টিনার ২৬ ফুটবলারের মধ্যে ১৩ জনই তাদের যাত্রা শুরু করেন স্কালোনির কোচিংয়ে। তারা হলেন- রদ্রিগো ডি পল, হুয়ান ফয়েথ, লিসান্দ্রো মার্তিনেস, গনসালো মন্তিয়েল, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, ক্রিস্তিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্তিনেস, নাহুয়েল মোলিনা, এনজো ফার্নান্দেস ও থিয়াগো আলমাদা।
স্কালোনির কোচিংয়ে অভিষেক হওয়া ৫৯ ফুটবলার
জেরোনিমো রুলি, রেনজো সারাভিয়া, এজেকুয়েল পালাসিওস, গনসালো মার্তিনেস, জিওভানি সিমেওনে, ওয়াল্টার কানেমান, আলান ফ্রাঙ্কো, মাতিয়াস ভার্গাস, ফ্রাঙ্কো সার্ভি, ফ্রাঙ্কো ভাসকেস, সান্তিয়াগো আস্কাসিবার, রদ্রিগো বাত্তালিয়া, রদ্রিগো ডি পল, হুয়ান ফয়েথ, গাস্তোন গিমেনেস, পাওলো গাসানিগা, লিসান্দ্রো মার্তিনেস, গনসালো মন্তিয়েল, হোয়াইট সানডে, মাতিয়াস সুয়ারেস, এস্তেবান আন্দ্রাদা, ইভান মারকোন, মাতিয়াস জারাচো, হুয়ান মুসলো, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, নিকোলাস দোমিঙ্গেস, আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার, লেওনার্দো বালার্দি, আদোলফো গাইচ, লুকাস ওকাম্পোস, নিকোলাস গনসালেস, ফাকুন্দো মেদিনা, এমিলিয়ানো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেস, নাহুয়েল মোলিনা, এমিলিয়ানো বুয়েন্দিয়া, লুকাস বোয়ে, মারকোস সেনেসি, থিয়াগো আলমাদা, নাহুয়েন পেরেস, এনজো ফার্নান্দেস, আলেহান্দ্রো গারনাচো, ফাকুন্দো বুয়োনানোর্তে, ভ্যালেন্তিন বারকো, ওয়াল্টার বেনিতেজ, ভ্যালেন্তিন কারবোনি, ভ্যালেন্তিন ক্যাস্তেয়ানোস, নিকোলাস পাজ, জুলিয়ানো সিমেওনে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, হোসে মানুয়েল লোপেজ, লাউতারো রিভেরো, হানিবাল মোরেনো, ফাকুন্দো কামবেসেস, কেভিন ম্যাক-অ্যালিস্টার, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, হোয়াকিন পানিচেল্লি, ম্যাক্সিমো পেরোনে।
এসএস/টিকে