ভারত ১৮৯ রানে ৯ উইকেট হারালেও চোট পেয়ে মাঠ ছাড়া শুভমান গিল আর ব্যাট করতে নামেননি। গতকাল দ্বিতীয় দিনের খেলায় ঘাড়ের পেশিতে টান লাগে তার। এই চোটের কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
গিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকালের খেলা শেষেই। এবার তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। বিসিসিআই বিবৃতিতে জানিয়েছে, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি ইডেন টেস্টে অধিনায়ক শুভমান গিল ঘাড়ে চোট পান। দ্বিতীয় দিনের খেলার শেষে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই টেস্ট ম্যাচে তাকে আর খেলতে দেখা যাবে না। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম গিলকে পর্যবেক্ষণে রাখবে।’
অর্থাৎ ভারতকে এক ব্যাটার কম নিয়েই দক্ষিণ আফ্রিকার দেওয়া ১২৪ রান তাড়া করতে হচ্ছে। দ্বিতীয় ইনিংসে ১৫৩ রান করেছে প্রোটিয়ারা। সর্বোচ্চ ৫৫ রান করেন অধিনায়ক টেম্বা বাভুমা। রান তাড়া করতে নেমে ভারত এরইমধ্যে ১০ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছে। জশস্বী জয়সওয়াল শূন্য ও লোকেশ রাহুল ১ রান করে আউট হয়েছেন। ওয়াশিংটন সুন্দর ৫ ও ধ্রুব জুরেল ৪ রান নিয়ে ব্যাট করছেন।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র তিনটি বল খেলতে পারেন গিল। ভারতের স্কোর তখন ২ উইকেটে ৭৫ রান। সাইমন হার্মারের বলে স্কয়ার লেগের ওপর দিয়ে স্লগ সুইপ করে চার মারেন গিল। শট সম্পন্ন করার পরই গিল স্পষ্ট অস্বস্তি অনুভব করেন, হেলমেট খুলে ঘাড়ের পেছনে হাত বুলাতে থাকেন। ফিজিও মাঠে আসেন এবং গিলকে দ্রুত বাইরে নিয়ে যাওয়া হয়। এই সময়ও তিনি ঘাড় ম্যাসাজ করছিলেন।
লাইভ সম্প্রচারে ঘটনার পরপরই দেখানো কিছু ভিডিওতে দেখা যায়, খেলা শুরুর আগে থেকেই গিল স্ট্রেচ করছিলেন এবং সাপোর্ট স্টাফদের ইশারায় জানাচ্ছিলেন যে ঘাড়ে অস্বস্তি আছে। ধারভাষ্যকার মুরলি কার্তিক বলেন, 'দেখে মনে হচ্ছে সকাল থেকেই এটা তাকে বিরক্ত করছিল। আপনি তাকে ঘাড় নরম ও সক্রিয় রাখতে চেষ্টা করতে দেখছেন।’
এসএস/টিকে