ওপার বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-এর শুটিং চলাকালীন ঘটে বিপত্তি। ধারাবাহিকের প্রধান নায়িকা তিয়াসা লেপচা হঠাৎই আহত হন। শুটিংয়ের একটি দৃশ্যে ভারী ফুলদানি ছোড়ার সময় তা তাঁর হাত থেকে পড়ে হাঁটুতে লাগে। আঘাতের ফলে কেটে গিয়ে রক্ত বের হতে থাকে। ঘটনাস্থলে সঙ্গেই চিকিৎসা ব্যবস্থা করা হয় এবং তিয়াসাকে ইঞ্জেকশন দিতে হয়।
নায়িকা নিজে জানিয়েছে, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। পায়ে ব্যথা কিছুটা কমলেও নিরাপত্তার কারণে সামান্য বিশ্রামে রয়েছেন তিনি। এই দুর্ঘটনার ফলে শুটিংয়ের কাজ তেমন ব্যাহত হয়নি। প্রোডাকশন ইউনিটও আরও সতর্কতার সঙ্গে শুটিং পরিচালনার নির্দেশ দিয়েছে।
তিয়াসা লেপচা ধারাবাহিকে চরিত্র পরমা হিসেবে অভিনয় করছেন। তাঁর বিপরীতে রয়েছেন রাহুল মজুমদার। বিনোদন জগতে আগ্রহী ও সোশাল মিডিয়ায় জনপ্রিয় এই নায়িকা শীঘ্রই সুস্থ হয়ে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন অনুরাগীরা।
আরপি/টিকে