ভারত-দক্ষিণ আফ্রিকার কলকাতা টেস্টের আজ তৃতীয় দিন চলছে। তিন ইনিংস শেষে এখন রান তাড়া করছে ভারত, কোনো ইনিংসেই ২০০ রানও হয়নি, হবেও না। প্রোটিয়ারা যে দ্বিতীয় ইনিংসে ১৫৩ রানে অলআউট হয়ে লক্ষ্যই দিয়েছে দেড়শ’রও কম রানের। ইডেন গার্ডেন্সে ফল আসছে আজই!
এই টেস্টে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিগত স্কোর কেবল একজনের—টেম্বা বাভুমা দ্বিতীয় ইনিংসে করেছেন ৫৫ রান, শেষ পর্যন্ত অবশ্য অপরাজিতই ছিলেন তিনি। আর কেউ ৪০-এর ঘরও ছুঁতে পারেননি। ইডেন গার্ডেন্সের পিচের সমালোচনা তাই স্বাভাবিক, চতুর্দিক থেকে তা নিয়ে কথা উঠছে। দ্বিতীয় দিন থেকেই বল অস্বাভাবিক টার্ন করতে শুরু করায় খোদ ভারতীয়রাই পিচের মান নিয়ে অসন্তুষ্ট।
মাইকেল ভন, হার্শা ভোগলে, ইরফান পাঠান, আকাশ চোপড়া; অনেকেই পিচের মান নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। অসন্তুষ্টি এসেছে দুই দলের কাছ থেকেও। ভারতের বোলিং কোচ মরনে মরকেল উইকেটের দ্রুত পরিবর্তন দেখে বিস্মিত হয়েছেন, প্রোটিয়া স্পিনার সাইমন হারমার উল্লেখ করেছেন পিচের অধারাবাহিকতার কথা।
গতকাল সবচেয়ে বড় সমালোচনাটা করেছেন হরভজন সিং। এই পিচ টেস্ট ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে বল মত সাবেক স্পিনারের। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দিনের খেলা প্রায় শেষ হতে চলল। এখনও খানিকটা বাকি রয়েছে। টেস্ট ক্রিকেটকে নিয়ে এ কেমন ব্যঙ্গ!’ হ্যাশট্যাপে ‘রিপ টেস্ট ক্রিকেট’ লেখেন তিনি। অর্থাৎ, টেস্ট ক্রিকেটের আত্মার শান্তি হোক।
ভারতের সামনে লক্ষ্যটা ১২৪ রানের। এই ছোট লক্ষ্য তাড়ায়ও ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে তারা। ৬৪ রানে গেছে ৫ উইকেট, অর্থাৎ ম্যাচ জমে গেছে। জয়ের জন্য আরও ৬০ রান করতে হবে টিম ইন্ডিয়াকে, প্রোটিয়াদের প্রয়োজন ৪ উইকেট। শুভমান গিল আগের দিন চোট পাওয়ায় এই ইনিংসে আর ব্যাট করতে নামবেন না। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
এবি/টিকে