চার দিন পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো চিঠির উত্তর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফুটবল ও ফুটবলাদের নিয়ে আসিফ আকবরের কুরুচিপূর্ণ মন্তব্যে দুঃখ প্রকাশ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
গত ৯ নভেম্বর ক্রিকেট কনফারেন্সে ফুটবলারদের ব্যবহার খারাপসহ আরও মাঠ দখলের মতো বিষয়ে মন্তব্য করে আলোচনায় আসেন বিসিবির পরিচালক আসিফ।
বিসিবির আনুষ্ঠানিক অনুষ্ঠানে আসিফের ফুটবল নিয়ে মন্তব্যের প্রতিবাদ জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর চিঠি দেন। ফিরতি চিঠি গতকাল পেয়েছে বাফুফে।
আসিফের মন্তব্যে ফুটবলাঙ্গন ব্যথিত ও তীব্র নিন্দা জানিয়েছে। তাঁকে সেই বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন ফুটবলাররা। যদিও তিনি ক্ষমা চাওয়ার পথে হাটেননি।
এমনকি ৯ নভেম্বর ওই বক্তব্য প্রদানের পরের দিন নিজের করা মন্তব্য সঠিক বলেই জানিয়েছেন আসিফ।
তবে বিসিবি সভাপতি আমিনুল চিঠিতে দুঃখ প্রকাশ করেছেন, ‘যদি উক্ত বক্তব্যের কারণে ফুটবল পরিবার বা ভক্তদের মনে কোনো ধরনের আঘাত কিংবা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
এদিকে, আসিফের মন্তব্য ঘিরে আজ সন্ধ্যায় সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবে সভা রয়েছে। সেখানে আসিফের বিরুদ্ধে কঠোর ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
টিজে/এসএন