দেশের ক্রীড়াঙ্গনে বাংলাদেশ-ভারতের ফুটবল ম্যাচ এখন আলোচনায়। সেই ম্যাচ ঘিরে ভক্তদের হৃদয়ে কাজ করছে উত্তেজনা। এর আগেই ঘোষণা এলো- দুই প্রতিবেশী দেশের মধ্যে আরেকটি লড়াই হবে। আগামীকাল (সোমবার) থেকে শুরু হচ্ছে নারী কাবাডি বিশ্বকাপ।
আজ (রবিবার) টুর্নামেন্টের ড্রয়ে জানা গেছে, এই টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারত পড়েছে একই গ্রুপে। দুই দল মুখোমুখি হবে ১৯ নভেম্বর।
কাবাডির এই আসরের ‘এ’ গ্রুপে বাংলাদেশ লড়বে ভারত, থাইল্যান্ড, উগান্ডা ও জার্মানির বিপক্ষে। অন্যদিকে ৬ দেশ নিয়ে সাজানো ‘বি’ গ্রুপে রয়েছে ইরান, নেপাল, চাইনিজ তাইপে, পোল্যান্ড, কেনিয়া এবং জাঞ্জিবার। দুই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনাল খেলবে। কাবাডিতে সেমিফাইনালে পরাজিত দলও ব্রোঞ্জ পদক পায়।
১৭ নভেম্বর প্রথম দিনে অনুষ্ঠিত হবে চার ম্যাচ। বেলা তিনটায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশ খেলবে উগান্ডার বিপক্ষে।
বাংলাদেশ অধিনায়ক রূপালী আক্তার বলেন, ‘উগান্ডার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চাই। এই প্রতিযোগিতার জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি, মেয়েরা সবাই ভালো পারফর্ম করতে মানসিকভাবে প্রস্তুত। দল নিয়ে আমি ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী।’
কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের একটু সাবধান থাকতে হবে। শুরুর কয়েক মিনিট দেখতে হবে উগান্ডা কোন দিকে বেশি ভালো। প্রতিপক্ষকে বুঝে নিয়ে পরিকল্পনা অনুযায়ী খেলব আমরা। যেহেতু নিজেদের মাঠে বিশ্বকাপ, আমরাও ভালো কিছু পেতে চাই।’
প্রথমবারের মতো বাংলাদেশ যে কোনো পর্যায়ের কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে। অন্তর্বর্তী সরকার ঘোষিত ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের অংশ হিসেবে এটি দেশে হচ্ছে। প্রথম আসর হয়েছিল ভারতের পাটনায় ২০১২ সালের ১ থেকে ৪ মার্চ পর্যন্ত। সেই আসরে ভারত ফাইনালে ইরানকে ২৫-১৯ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ১৬ দেশ চার গ্রুপে বিভক্ত হয়ে প্রথম আসরে অংশ নিয়েছিল। বাংলাদেশ ‘সি’ গ্রুপে অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল। জাপানের কাছে ১৫-১৭ পয়েন্টে হেরে শেষ হয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ অভিযান; আসরে লাল-সবুজরা ছিল পঞ্চম স্থানে।
এবার ঘরের মাঠে বাংলাদেশ দলের সামনে আছে পদক জয়ের হাতছানি। চলতি বছরের মার্চে ইরানে অনুষ্ঠিত ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জয়ের পর থেকেই দলটি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। আগের তুলনায় বাংলাদেশ দল এখন ফিটনেস, কৌশলগত দিক এবং দলীয় সমন্বয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে, যা লাল-সবুজের প্রধান শক্তি হিসেবে দেখা হচ্ছে।
আজ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় নারী বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়েছে। মুহাম্মদ ইউনূস ট্রফি উন্মোচন করেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের সভাপতি বিনোদ কুমার তিওয়ারি, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি বাহারুল আলম বিপিএম, সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ এবং অংশগ্রহণকারী দলের অধিনায়করাও উপস্থিত ছিলেন সেখানে।
এমআর/এসএন