২০২৬ সালে সৌদি আরবে বসবে ছেলেদের অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ। তার আগে চীনে বাছাইপর্ব খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল এবং কোচ গোলাম রব্বানি ছোটন আশা করছেন, মূলপর্বে খেলার।
বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংবাদ সম্মেলনে হেড কোচ গোলার রব্বানি বললেন, ‘আমরা প্রায় চারমাস ধরে অনুশীলন ক্যাম্প করেছি। আমাদের গ্রুপের শক্ত প্রতিপক্ষ স্বাগতিক চীন এবং বাহরাইন। বাকিদের আমরা সহজেই হারাতে পারব। আমাদের লক্ষ্য এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে কোয়ালিফাই করা।’
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বললেন, ‘আমাদের লক্ষ্য এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করা। আমাদের শক্তি হল টিমওয়ার্ক। আমরা ২০২৬ সালে সৌদি আরবে হতে চলা আসরে খেলতে চাই।’
বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপের অন্যরা- স্বাগতিক চীন, বাহরাইন, ব্রুনাই দারুসসালাম, পূর্ব তীমুর এবং শ্রীলঙ্কা। প্রতিটি দল সবার সাথে একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপের চ্যাম্পিয়ন দল সৌদি আরবে হতে চলা মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করবে।
বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে পূর্ব তীমুরের বিপক্ষে ২২ নভেম্বর। ২৪ নভেম্বর দ্বিতীয় ম্যাচ হবে ব্রুনাই দারুসসালামের বিপক্ষে। তৃতীয় ম্যাচ ২৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। ২৮ নভেম্বর বাহরাইন এবং ৩০ নভেম্বর স্বাগতিক চীনের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ইএ/টিকে