কারাতে প্রশিক্ষণ দ্বারা সামাজিক বাধা অতিক্রম করছে ইরানের তরুণীরা

রেফারির বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই, পাঁচ বছর বয়সী দুই ইরানি মেয়ের শুরু হয় লড়াই। অন্যদিকে মুগ্ধ দর্শক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকে এই লড়াই। বর্তমানে ইসলামিক প্রজাতন্ত্রের মার্শাল আর্টের প্রতি পরিবর্তিত মনোভাবের লক্ষণ এই কারাতে প্রতিযোগিতা।

দুই তরুণ প্রতিদ্বন্দ্বী রঙিন বেল্ট ও সুরক্ষামূলক হেডগিয়ারসহ সাদা কারাতের পোশাক পরে তাতামি ম্যাটের ওপর একে–অপরকে প্রদক্ষিণ করছে।
তাদের প্রতিটি নড়াচড়া ছিল তীক্ষ্ণ ও হিসেবি। প্রতিটি লাথি ও প্রতিরোধের ভঙ্গি ছিল নিখুঁত, নিয়ন্ত্রিত আর চারপাশে থাকা নারী দর্শকদের উল্লাসে ভরে উঠেছিল পরিবেশ। তিন মিনিট পরে শেষ বাঁশি বাজতেই দুই প্রতিদ্বন্দ্বী হাত মেলাল এবং একে অপরকে আলিঙ্গন করল।

ম্যাচটি ছিল একটি বার্ষিক আঞ্চলিক টুর্নামেন্টের অংশ, যেখানে তেহরানের সকল বয়সের ২৩০ জন অংশগ্রহণকারী জড়ো হয়েছিল।
৪৪ বছর বয়সী এক মা সামানেহ পারসা বলেন, ‘এই খেলাধুলা হিংসাত্মক নয়, বরং এটি শৃঙ্খলা বাড়ায়।’ এই মা গত পাঁচ বছর ধরে তার কন্যা হেলমা ও পুত্র ইলিয়ার সঙ্গে কারাতের চর্চা করছেন।

তিনি আরো বলেন, ‘আমি শিশুদের আচরণের ওপর এর ইতিবাচক প্রভাব লক্ষ্য করেছি।’ তার জন্য কারাতে হলো, ‘আবেগ দূর করার এবং মানসিক চাপের সময়ে প্রশান্তি আনার’ একটি উপায়।

যদিও ইরানে নারীদের এই খেলাধুলা অনুশীলন করা দীর্ঘদিন ধরেই নিন্দনীয় ছিল। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর নারীদের জন্য সকল মার্শাল আর্ট সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু পরে কঠোর পোশাক বিধির অধীনে পুনরায় চালু করা হয়েছিল।

‘শক্তিশালী মানসিকতা’
কারাতে যত বেশি সংখ্যক নারীর ঝোঁক বাড়ছে, ততই এই খেলা ইরানের পরিবর্তিত সমাজের প্রতীক হয়ে উঠেছে। যেখানে শহুরে তরুণ প্রজন্ম প্রচলিত লিঙ্গভিত্তিক ভূমিকা ও সামাজিক নিয়মের বিরুদ্ধে চ্যালেঞ্জ করছে।

এদিকে গত সপ্তাহে সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমসে ইরানি ক্রীড়াবিদ আতৌসা গোলশাদনেজাদ আরেকটি স্বর্ণপদক জিতেছেন।

ইরানের নারীরা এখন সামাজিক সীমানা অতিক্রম করছেন। বাধ্যতামূলক পোশাক কোডসহ দেশের কঠোর নিয়মও লঙ্ঘন করেছেন। ২০২২ সালের সেপ্টেম্বরে ২২ বছর বয়সী ইরানি কুর্দি মাহসা আমিনির হেফাজতে মৃত্যুর পর থেকে এই প্রবণতাটি বিশেষভাবে স্পষ্ট হয়ে উঠেছে, যাকে পোশাক কোড লঙ্ঘনের অভিযোগে নৈতিকতা পুলিশ গ্রেপ্তার করেছিল।

ইরানের কিয়োকুশিন-রিউ কারাতে-এর প্রধান আফশিন তর্কপুরও একইভাবে সাম্প্রতিক বছরগুলোতে একটি পরিবর্তন লক্ষ্য করেছেন। যেখানে নারীরা এমন খেলাধুলায় ঝুঁকছেন, যা ‘একসময় সহিংস বলে বিবেচিত হত’। তর্কপুর বলেন, খেলাধুলা অনুশীলনকারী নারীরা এখন মানসিকভাবে শক্তিশালী।

ইরানে সকল লিঙ্গের প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ কারাতে অনুশীলন করে। তর্কপুর বলেন, প্রকৃত সংখ্যাটি অনেক বেশি হতে পারে, দুই মিলিয়ন পর্যন্ত। এশিয়ান চ্যাম্পিয়নশিপে দেশটির ‘জাতীয় জুনিয়র মহিলা অনূর্ধ্ব-২’ দল ছয়টি স্বর্ণসহ ১১টি পদক জিতেছে।

২০২০ সালে, জাপানে টোকিও অলিম্পিকে দুই ইরানি কারাতেকা অংশগ্রহণ করেছিলেন কিন্তু কোনো পদক জিততে পারেননি। ইরানে নারীদের কিয়োকুশিন-রিউ কারাতে বিভাগের সহপ্রধান মিনা মাহাদি বলেন, এটি মেয়েদের ‘যেকোনো কিছুতে হ্যাঁ বলার’ পরিবর্তে ‘আত্মবিশ্বাস অর্জন’ করতে সাহায্য করে। 

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
রায়কে ঘিরে আতঙ্ক দেখতে পাচ্ছি না : স্বরাষ্ট্র উপদেষ্টা Nov 17, 2025
img
শেখ হাসিনার রায়ের দিনে ঝলক দেখাল পুঁজিবাজার Nov 17, 2025
img
সশস্ত্র বাহিনী প্রস্তুত, ভারতীয় সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি Nov 17, 2025
img
পার্শ্ববর্তী দেশ অশান্তির উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Nov 17, 2025
img
আসামিদের ফাঁসির রায়ে আমি কষ্ট পেয়েছি : হাসিনার আইনজীবী Nov 17, 2025
img
রাতে বৈঠকের ডাক দিল বিএনপির স্থায়ী কমিটি Nov 17, 2025
img
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে : আসিফ নজরুল Nov 17, 2025
img
শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ন্যায়বিচার বললেন সোহেল তাজ Nov 17, 2025
img
'রুনাকে দাও, বিনিময়ে ফারাক্কার সব পানি নিয়ে যাও' Nov 17, 2025
img
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ Nov 17, 2025
img
নিহত ভারতীয় ওমরাহযাত্রীদের নিয়ে মোদির ফেসবুকে স্ট্যাটাস Nov 17, 2025
img
ভক্তদের মন ছুঁয়ে গেল সুনিতার আবেগপূর্ণ পোস্ট Nov 17, 2025
img
শোকরানা সিজদায় যোগ দেওয়ার আহ্বান ওসমান হাদির Nov 17, 2025
img
ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ১০০৭ Nov 17, 2025
img
শেখ হাসিনার রায় ঘোষণার পর স্লোগানে উত্তাল হাইকোর্ট প্রাঙ্গণ Nov 17, 2025
img
শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ Nov 17, 2025
img
ধানমণ্ডি ৩২ ধুলোয় মিশিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্রশ্নের মুখে রাকসু জিএস Nov 17, 2025
মান্নার সাথে কাটানো কিছু স্মৃতির কথা তুলে ধরলেন পরিচালক Nov 17, 2025
img
চ্যালেঞ্জ থাকলেও অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে প্রস্তুত ইসি : সিইসি Nov 17, 2025
হাসিনার শাস্তি দাবি করে যা বললেন মঞ্চ-২৪ এর আহবায়ক Nov 17, 2025