বাপকা-বেটা বুঝি একেই বলে। গোলকিপারদের বোকা বানিয়ে ক্যারিয়ারে বহু গোল করেছেন লিওনেল মেসি। আর গোলের এই লম্বা তালিকায় আর্জেন্টাইন মহাতারকার এক একটি ফ্রি-কিক যেন শিল্পের তুলিতে আঁকা। ক্যারিয়ারের এখন উষালগ্নে আছেন মেসি। আর তাঁর উত্তরসূরি হয়ে সেই খালি স্থান পূরণ করার আভাস দিয়ে রাখলেন সিরো মেসি।
সম্প্রতি মেসির ছোট ছেলে সিরো মেসির দৃষ্টিনন্দন এক ফ্রি কিক সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন তুলেছে। ইন্টার মায়ামির একাডেমিতে খেলা সিরো ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শটে দারুণ জালে বল আছড়ে ফেলেন। গায়ে ১০ নম্বর জার্সি, গোল করার ধরণ, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন অবিকল মেসি।
ভাইরাল ওই ভিডিও ক্লিপে দেখা যায় বয়সের তুলনায় অবিশ্বাস্য রকম শান্ত সিরোকে। দৌড়ে এসে তাঁর নেওয়া নিখুঁত শটটি ডিফেন্ডার আর গোলকিপারের নাগালের অনেক দূরে গিয়ে ঠিক জালের কোণায় গিয়ে আঘাত করে।
মাত্র ৮ বছর বয়সেই ইন্টার মায়ামির একাডেমিতে নজর কাড়তে শুরু করেছে সিরো। মেসির সন্তানরা ছোটবেলা থেকেই বাবার পেশার প্রতি ভালোবাসা দেখিয়ে আসছে। নিয়মিতই আর্জেন্টাইন মহাতারকার তিন ছেলের সঙ্গে বল নিয়ে কারীকুরিতে মেতে উঠেন।
এখইন মেসির সঙ্গে সিরোর তুলনা বাড়াবাড়িই বলা যায়। তবে খেলার মাঠে অনেকটা বাবার মতোই ঝলক দেখিয়ে যাচ্ছে ফুটবলের ভবিষ্যত। অবশ্য মেসির মতো বাম পায়ের ফুটবলার নয় সিরো, ডান পায়ে জাদু দেখাতেই তৈরি হচ্ছে এই ক্ষুদে ফুটবলার।
গত সেপ্টেম্বরে ইন্টার মায়ামির একডেমিতে অভিষেক হয় সিরোর। বড় দুই ভাই থিয়াগো ও মাতেওর পথেই আছে সবার ছোট সিরো। সিরো ও তাঁর দুই ভাই ভবিষ্যতে কি বাবার পথেই হাঁটবে? যদিও পেশাদার ফুটবলেএখনই কিছু বলা কঠিনই। তবে আপাতত মায়ামির ট্রেনিং গ্রাউন্ডে মেসি আর সন্তানদের প্রতিটি স্পর্শ উপভোগ করে যাবে নিখাঁদ যেকোনো ফুটবলপ্রেমী।
টিকে/