সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি হৃদয়স্পর্শী পোস্ট, যেখানে বলা হয়েছে ঠকানোর চেয়ে ঠকে যাওয়াই ভালো। জনপ্রিয় অভিনেতা জিতু এই ভাবনা শেয়ার করে নেটপাড়ায় আলোচনা সৃষ্টি করেছেন।
পোস্টে লেখা, ঠকে গেলে কষ্ট থাকে ঠিকই, কিন্তু থাকে আত্মার শান্তি। কারণ কাউকে প্রতারণা করলে যেমন অপরাধবোধ ও অভিশাপ বয়ে বেড়াতে হয়, ঠকে গেলে অন্তত সেই বোঝা থাকে না। জিতুর এই দার্শনিক বার্তা দ্রুতই ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে নানান প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
দর্শকদের মতে, পর্দায় যেমন তিনি নায়ক, বাস্তব জীবনেও তাঁর কথাগুলো মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলছে। কেউ লিখেছেন, আজকের সম্পর্কের ভাঙাগড়ার সময়ে এমন সত্যি কথা খুব কমই বলা হয়। আবার অনেকে বলেছেন, জিতুর সরল বার্তা মানুষের হৃদয়ে পৌঁছে গেছে সরাসরি।
সব মিলিয়ে ছোট একটি পোস্টই মনে করিয়ে দিল মানুষ ভুল করবে, ঠকবে, কষ্ট পাবে; কিন্তু নিজের সততা ও শান্তি ধরে রাখাই শেষ পর্যন্ত সবচেয়ে মূল্যবান।
এমকে/এসএন