একযুগের বেশি সময় ফ্রান্স ফুটবল দলের কোচিং দায়িত্বে আছেন দিদিয়ের দেশম। বিশ্বকাপজয়ী কোচ এমবাপেদের নিয়ে গেছেন টানা দুটি বিশ্বকাপের ফাইনালে। সম্প্রতি তিনি মুখোমুখি হচ্ছেন নানা সমালোচনার। ফ্রেঞ্চ গণমাধ্যমে খবর, রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান হতে পারেন নিজ দেশের পরের কোচ।
ফ্রান্সের সংবাদমাধ্যমে প্রতিবেদন, ডাগআউটে জিদানকে দেখা এখন শুধু অপেক্ষার ব্যাপার। ২০২৬ বিশ্বকাপ হতে পারে দেশমের দায়িত্বে থাকা শেষ আসর। জিদানও সম্প্রতি বলেছেন, আবারও ফিরবেন কোচিংয়ে।
২০২১ সালের জুলাই থেকে রিয়ালকে দুদফায় কোচিং করানো জিদান এখন কোন ক্লাব বা জাতীয় দলের দায়িত্বে নেই। রিয়ালে প্রথমদফায় তিন মৌসুমে টান তিন চ্যাম্পিয়ন্স লিগ এনে দিয়েছেন তিনি। মৌসুম শেষে ক্লাব ছাড়লেও আবারও ফিরেছিলেন। পরে চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হলেও লিগ শিরোপা এনে দিয়েছিলেন লস ব্লাঙ্কোসদের।
দুদফায় রিয়ালের হয়ে ৫৩ বর্ষী জিদান দায়িত্বে ছিলেন ২৬৩ ম্যাচে। যার ১৭৪ ম্যাচ জিতেছে ক্লাবটি। তার দল গোল করেছে ৬০৫টি। যদিও দেশমের সঙ্গে ফ্রান্সের চুক্তি আছে আগামী বছরের ৩১ জুলাই পর্যন্ত। ২০২২ বিশ্বকাপের পর তার অধীনে ফ্রান্সের খেলায় ভাটা পড়েছে। এমনকি ফ্রেঞ্চদের খেলায় ট্যাকটিক্যাল পরিবর্তন ও ভারসাম্যে পরিবর্তন এসে বলেও সমালোচনা।
৫৭ বর্ষী দেশম মোনাকো, জুভেন্তাস ও মার্শেইকে কোচিং করিয়ে ২০১২ সালে ফ্রান্সের দায়িত্ব নেন। ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিয়ে পর্তুগালের কাছে শিরোপা হারান। ২০১৮ বিশ্বকাপ জেতে ফ্রান্স। পরের বিশ্বকাপে ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা হারায়।
এসএস/এসএন