নারী কাবাডি বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ উদ্বোধনী ম্যাচে আফ্রিকান চ্যাম্পিয়ন উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়েছে লাল সবুজের মেয়েরা।
এদিন ধীরে-ধরে রক্ষণাত্মক ভঙ্গিতে শুরু করেছিল বাংলাদেশ। তবে স্মৃতি আক্তার ছিলেন ব্যতিক্রম ম্যাচজুড়ে দাপট দেখিয়েছেন তিনি। ডিফেন্ডারের ভূমিকায় থাকলেও রেইডে গিয়ে পয়েন্ট তুলতে দেখা গেছে স্মৃতিকে।
প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া উগান্ডা শারীরিক দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল। তবে লাল সবুজের মেয়েদের অভিজ্ঞতা ও ট্যাকটিকসের কাছে পেরে ওঠেনি তারা। তারপরও প্রথমার্ধে বেশ লড়াই করেছে আফ্রিকান অঞ্চলের প্রতিনিধিরা। এই অর্ধে বাংলাদেশ মাত্র দুই পয়েন্টে (১৪-১২) এগিয়ে ছিল।
বিরতির পরও উগান্ডা বেশ কিছুক্ষণ খেলায় ছিল। এক সময় বাংলাদেশের অর্ধে ছিলেন কেবল স্মৃতি আক্তার। পয়েন্টেও ছিল সমতা, এমনকি এগিয়েও গিয়েছিল তারা। তবে ডু-অর-ডাই রেইডে দুইজনকে আউট করে দলকে ম্যাচে ফেরান স্মৃতি। এরপর আর থামানো যায়নি স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধে দুবার উগান্ডাকে অল-আউট করে ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪২-২২ পয়েন্টে ম্যাচ জিতে নেয় স্বাগতিক দল।
ম্যাচসেরা স্মৃতি আক্তার বলেন, ‘শুরুর দিকে কিছুটা চাপ অনুভব করছিলাম। যেহেতু কখনোই উগান্ডার সঙ্গে খেলিনি, এই প্রথমবার খেলছি। ওদের বুঝতে একটু সময় লেগেছে। এ কারণেই শুরুতে একটু অগোছালো মনে হয়েছে। ওদের বুঝে নেওয়ার পরে আমরা অনেক ভালো খেলেছি।’
দারুণ জয়ে আসর শুরু করা বাংলাদেশ আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে জার্মানির। বুধবার উগান্ডা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে থাইল্যান্ডের সঙ্গে।
এসএস/এসএন