বিএনপির চেয়ারপারনের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুক জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন, দয়া করে বেহেশতের টিকিট বিক্রির কথা বলে জনগণকে বিভ্রান্ত করবেন না। যদি সাহস থাকে নির্বাচনের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। কখনো পিআর, কখনো গণভোট, আবার ভোট করব না—এ ধরনের কথা থেকে বিরত থাকুন। জনগণ আপনাদের ৭১-এর ভূমিকার কথা জানে।
আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে জয়নুল আবদিন ফারুকের সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের বাসভবন থেকে বিশাল মোটর শোভাযাত্রা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এর আগে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে, তারেক রহমানের ৩১ দফা ছড়িয়ে দিয়ে বিগত ১৬ বছরে বিএনপির নেতাকর্মীরা প্রাণ দিয়েছে, সুষ্ঠু ভোটের মাধ্যমে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানবে এ দেশের জনগণ।’
বর্ণাঢ্য এ মোটর শোভাযাত্রাটি উদ্বোধন করে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। এরপর ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবদিন ফারুক একটি হুডখোলা গাড়িতে চড়ে মোটর শোভাযাত্রাটির নেতৃত্ব দিয়ে উপজেলার ছমিরমুন্সির হাট থেকে বটতলা বাজার, নতুন বাজার, বাক্সিরহাট, আইচেরটেক, নবীপুর চৌরাস্তা, নবীপুর বাজার, মজুমদারহাট, সেবারহাট, ভূঁইয়ারদিঘী, কল্যাম্দী বাজার, সেনবাগ রাস্তার মাথা, সেনবাগ পৌর শহর, কাদরা মোড়, সাতবাড়িয়া ফকিরের হাট, গাজীরহাট চৌমোড়, কানকিরহাট, ছাতারপাইয়া বাজারসহ পুরো আসনের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারগুলো প্রদক্ষিণ করে। এ মোটর শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা জাতীয় ও দলীয় পতাকা ছাড়াও বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।
এ সময় অন্যদের মধ্যে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ পৌর বিএনপির সদস্যসচিব মো. শহীদ উল্ল্যা, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া মো. ইলিয়াস, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হান্নান লিটন, সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক বাবুল, যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির, সেনবাগ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দিন লিটন, সেনবাগ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফখরুল ইসলাম রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
আইকে/টিএ