আগামীকাল রাত আটটায় বাংলাদেশ-ভারত ম্যাচ। আজ রাতে বাংলাদেশ ম্যাচ কমিশনারের কাছে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড জমা দিয়েছে। স্ট্রাইকার আল আমিনকে রাখেননি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে গত মৌসুমের প্রথম লেগে আল আমিন ছিলেন দেশী ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ স্কোরার। তাকে শিলং ম্যাচের জন্য নিলেও কোচ ক্যাবরেরা নামাননি। এরপর সিঙ্গাপুর ম্যাচে বদলি হিসেবে খেলিয়েছিলেন। এবার ভারত ম্যাচে ২৩ জনের স্কোয়াডই রাখেননি তাকে। স্ট্রাইকার আল আমিন ছাড়া ২৩ জনের স্কোয়াডে ঢুকতে পারেননি মোরশেদ, গোলরক্ষক পাপ্পু ও ডিফেন্ডার রহমত। হংকং ম্যাচের সময় ২৩ জনের স্কোয়াডে জায়গা না পাওয়া কাজেম শাহ রয়েছেন এবার ২৩ জনের দলে।
রহমত মিয়া ও ইব্রাহিম ইনজুরিতে ছিলেন। সেই বিবেচনায় কিউবা মিচেল ও মোর্শেদকে ক্যাম্পে ডেকেছিলেন ক্যাবরেরা। মোরশেদকে ২৩ জনের দলে না রাখলেও কিউবাকে রেখেছেন।
শেখ মোরসালিনের চোট থাকলেও ক্যাবরেরার পরিকল্পনায় তিনি রয়েছেন।
বাংলাদেশ ২৩ জনের স্কোয়াড দেয়ায় ভারতের উপর চাপ বেড়েছে। দলীয় সূত্রের খবর, ভারত রায়ান উইলিয়ামসের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো সম্মতি পায়নি। ফলে আগামীকাল তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
পিএ/টিএ