কক্সবাজারের টেকনাফে নৌপথে মালয়েশিয়া মানবপাচারের চেষ্টাকালে পাচারকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ভুক্তভোগী ৮ নারী-শিশুকে উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের পানছড়ির পাড়া এলাকায় বিজিবি বিশেষ অভিযানটি পরিচালনা করেন। এ সময় আটক পাচারকারী চক্রের সদস্যরা হলেন ওই এলাকার মৃত আফাজ উদ্দিনের স্ত্রী সাহারা (৬২), মেয়ে আসমা (১৯), জুহুরা খাতুন (৪০), ও আব্দুল মোতালেবের মেয়ে শাবনূর (২০)।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, সাবরাং পানছড়ি পাড়া এলাকার আব্দুল মোতালেব প্রকাশ কালা বদার বাড়িতে বিদেশ গমনেচ্ছু বেশ কয়েকজনকে আটকে রেখেছে পাচারকারীরা।
খবর পাওয়ার পর বিজিবির একটি বিশেষ দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় অনেকে পালিয়ে গেলেও বিজিবি বাড়িতে তল্লাশি চালিয়ে পাচার চক্রের ৪ সদস্যকে আটক করতে সক্ষম হয়। একই সময় ওই বাড়িতে আটকে রাখা ৮ জন ভুক্তভোগী নারী শিশুকেও উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান আরো জানান, উদ্ধারকৃত ভুক্তভোগীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে, কম টাকায় এবং দ্রুত সময়ে মালয়েশিয়া পাঠিয়ে বিপুল অর্থ উপার্জনের লোভ দেখানো হয়েছে তাদের। উদ্ধারকৃত ভুক্তভোগীদের মধ্যে ৬ জন নারী ও দুই জন শিশু রয়েছে । তারা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এবি/টিকে