ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো (ডিআর কঙ্গো)-এর খনিমন্ত্রী লুই ওয়াতুম কাবাম্বা এবং তার প্রতিনিধি দলের সদস্যরা অল্পের জন্য এক ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। সোমবার সকালে দেশের দক্ষিণাঞ্চলে কলওয়েজি বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে যাওয়ার পর তাতে আগুন ধরে যায়।
মন্ত্রীর যোগাযোগ উপদেষ্টা আইজ্যাক নিয়েম্বো ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানটি রাজধানী কিনশাসা থেকে উড্ডয়ন করে লুয়ালাবা প্রদেশের কলওয়েজি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে।
বিমানটিতে খনিমন্ত্রী লুই ওয়াতুম কাবাম্বা সহ প্রায় ২০ জন আরোহী ছিলেন।
মন্ত্রী ও তার প্রতিনিধি দলের এই সফরের উদ্দেশ্য ছিল কলোন্দো খনি এর পরিস্থিতি পর্যালোচনা করা। উল্লেখ্য, গত শনিবার ওই খনিতে এক ভয়াবহ দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছিলেন।
এয়ারজেট অ্যাঙ্গোলা-এর এমব্রেয়ার ইআরজে-১৪৫ বিমানটি লুবুম্বাশি থেকে কলওয়েজি যাচ্ছিল। বিমানটিতে ২৬ জন যাত্রী এবং ৩ জন ক্রু সদস্য, অর্থাৎ মোট ২৯ জন আরোহী ছিলেন।
তদন্তে জানা গেছে, কলওয়েজি বিমানবন্দরের রানওয়ে ২৯-এ অবতরণের সময় বিমানটি নির্ধারিত প্রবেশপথের ১০০০ মিটার আগেই মাটি স্পর্শ করে। এর ফলে বিমানের প্রধান চাকা ভেঙে যায় এবং এটি পেটের ওপর ভর দিয়ে রানওয়ের বাইরে গিয়ে থেমে যায়। সঙ্গে সঙ্গেই লেজের অংশে আগুন ধরে যায়। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও, বিমানটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
কলওয়েজি বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ২,৪১০ মিটার। তবে রানওয়ের কাজের জন্য রানওয়ে ২৯-এর প্রবেশপথ ১০০০ মিটার দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। এই স্থানচ্যুতির কারণেই পাইলটের অবতরণে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।
এবি/টিকে