বলিউডের প্রখ্যাত অভিনেত্রী অদিতি রাও হায়দারি সম্প্রতি ভক্ত এবং সহকর্মীদের জন্য সতর্কবার্তা জারি করেছেন। জানা গেছে, কেউ তাঁর পরিচয় নকল করে হোয়াটসঅ্যাপে ভুয়া বার্তা পাঠাচ্ছে। এই ভুয়া প্রোফাইল ব্যবহার করে ফটোগ্রাফারদের সঙ্গে শুটিং বুক করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি গোপনীয়তা এবং বিশ্বাসের কঠোর লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে।
অদিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সতর্কবার্তায় জানিয়েছেন, এটি তিনি নন। তার কাজের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় তিনি ব্যক্তিগত নাম্বার ব্যবহার করে করেন না, সবকিছু পরিচালিত হয় তার টিমের মাধ্যমে। তিনি সকলকে অনুরোধ করেছেন, এই ধরনের নম্বরের সঙ্গে কোনোরকম যোগাযোগ করবেন না। পাশাপাশি তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন যারা তাঁকে এই পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছেন এবং সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
কাজের দিক থেকে অদিতি রাও হায়দারি বর্তমানে একাধিক উচ্চপ্রোফাইল প্রকল্পে যুক্ত আছেন। তার মধ্যে রয়েছে পারিবারিক মানু রঞ্জন, গান্ধি টকস এবং ইমতিয়াজ আলির নেটফ্লিক্স সিরিজ ‘ও সাথী রে’। সম্প্রতি সঞ্জয়লীলা ভানসালির ‘হীরামন্দি’তে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এছাড়া আন্তর্জাতিক কো-প্রোডাকশন ‘লায়নেস’-এও দর্শকরা তাঁকে দেখতে পাবেন।
কেএন/টিকে