ঢালিউডের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত মুখদের একজন শরিফুল রাজ। আজ তাঁর জন্মদিন। খুব অল্প সময়েই তিনি প্রমাণ করেছেন, পরিশ্রম আর মনোযোগ থাকলে যে কোনো পথেই উঠে আসা যায় আলোচনার কেন্দ্রে। মডেলিং দিয়ে শুরু হলেও রাজের আসল পরিচয় গড়ে ওঠে চলচ্চিত্রে। বড়পর্দায় তাঁর আগমন যেন ছিল এক নতুন শক্তির ইশারা।
২০১৬ সালে ‘আইসক্রিম’–এ প্রথমবার তাঁকে দেখেছিল দর্শক। সেদিনের সেই অনিশ্চয়তা ভরা স্বপ্নযাত্রা ধীরে ধীরে তাকে পৌঁছে দেয় এক অন্য উচ্চতায়। ‘ন ডরাই’, ‘নেটওয়ার্কার বাইরে’, ‘গুণিন’, ‘পরাণ’ কিংবা ‘হাওয়া’— প্রতিটি কাজেই তিনি যেন নিজেকে নতুনভাবে চিনিয়েছেন। চরিত্রের ভেতর ঢুকে যাওয়ার তার ক্ষমতা, সংলাপের রেশ ধরে অনুভূতি প্রকাশের দক্ষতা আর ক্যামেরার সামনে সহজ উপস্থিতি তাঁকে দ্রুতই আলাদা পরিচিতি এনে দেয়।
ব্যক্তিজীবনের নানা আলোচনায় বহুবার তিনি এসেছেন। বিতর্ক, সমালোচনা কিংবা ব্যক্তিগত উত্থান–পতন কোনো কিছুই তাকে তাঁর পথ থেকে সরাতে পারেনি। বরং প্রতিটি ঝড়ে তিনি আরও শক্ত হয়ে ফিরে এসেছেন নতুন প্রজন্মের অন্যতম নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে।
আজ জন্মদিনে তাই দর্শকদের প্রত্যাশা আরও বড়। তাঁরা মনে করেন, রাজ সামনে আরও পরিপক্ব চরিত্রে, আরও গভীর অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। নিজের লড়াই, বিশ্বাস আর শিল্পের প্রতি নিবেদন নিয়ে তিনি যেভাবে এগোচ্ছেন, তাতে তাঁর নতুন বছরের পথচলা হয়ে উঠছে ঢালিউডের জন্যও বিশেষ আশার আলো।
আইকে/টিএ