সঙ্গীতজগতের এক উজ্জ্বল নক্ষত্র শ্রেয়া ঘোষাল। তাঁর কণ্ঠের মাধুর্য যেমন শ্রোতার হৃদয়ে সুর তোলে, তেমনি তাঁর পথচলায় ফুটে ওঠে এক অনন্য নিয়মানুবর্তিতা ও নিষ্ঠা। সামাজিক মাধ্যমে তিনি জানালেন সফলতার প্রতি তাঁর ব্যক্তিগত বিশ্বাস কঠোর পরিশ্রম আর নিজের প্রতিভার প্রতি সৎ থাকা, এর চেয়ে বড় কোনো শক্তি নেই।
সংগীতের এই তারকা খুব ছোটবেলা থেকেই জানতেন, জন্মগত প্রতিভা থাকলেও তাকে শানিত না করলে পথ মসৃণ হয় না। তাঁর এই মন্তব্য যেন পর্দার আড়ালে চলা দীর্ঘ সাধনার কথা স্মরণ করিয়ে দিল। বছরের পর বছর রিহার্সাল, অসংখ্য স্টুডিও সময়, নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে গড়ে তোলার মানসিকতা সবকিছু মিলিয়েই শ্রেয়াকে পৌঁছে দিয়েছে আজকের অবস্থানে।
তাঁর বার্তাটি শুধু শিল্পীদের নয়, বরং জীবনের যেকোনো ক্ষেত্রে সংগ্রামরত মানুষের জন্যও বড় অনুপ্রেরণা। ভক্তরা তাঁর কথায় মুগ্ধ হয়ে জানিয়েছেন, আজকের দিনে সাফল্যের সহজ পথ খুঁজতে গিয়ে অনেকেই মূল জায়গাটাই ভুলে যান কঠোর পরিশ্রম এবং নিজের প্রতিভাকে মর্যাদা দেওয়া। শ্রেয়া আবারও মনে করিয়ে দিলেন, সত্যিকারের সাফল্য আসে সততা আর নিরলস শ্রমের মধ্যেই।
আরপি/এসএন