প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটি টাকার বিশাল সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ এবার আদালতের দোরগোড়ায় পৌঁছাল। সঞ্জয়ের মৃত্যুর পর থেকেই এই সম্পত্তি নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছিল। এবার দিল্লি হাইকোর্টে সৎমা প্রিয়া সচদেবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন কারিশমা কাপুরের দুই সন্তান— সামাইরা ও কিয়ান।
তাদের অভিযোগ, বাবার এত বিপুল সম্পত্তি থাকা সত্ত্বেও গত দুই মাস ধরে তাদের কলেজের ফি জমা দেওয়া হয়নি এবং মাসিক খরচও বন্ধ করে দেওয়া হয়েছে।
বর্তমানে সঞ্জয় কাপুরের এস্টেটের দেখভাল করছেন তার বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব। কারিশমার সন্তানদের অভিযোগের তীর সরাসরি প্রিয়ার দিকেই। আদালতে সামাইরা ও কিয়ান দাবি করেছেন, “আমাদের বাবার সম্পত্তির পরিমাণ কম নয়, অথচ আমাদের দুই মাসের কলেজ ফি এখনো জমা পড়েনি।”
শুধু মাসিক খরচ বা কলেজ ফি বন্ধের অভিযোগেই সীমাবদ্ধ থাকেনি এই বিবাদ। প্রিয়া সচদেবের বিরুদ্ধে জালিয়াতির এক চাঞ্চল্যকর অভিযোগও এনেছেন কারিশমার ছেলে কিয়ান।
আদালতে করা পিটিশনে কিয়ান দাবি করেছেন, প্রিয়া সচদেব তাদের বাবা সঞ্জয় কাপুরের ৩০ কোটি টাকার একটি সম্পত্তির দলিলে সই জাল করেছেন। কিয়ান তার বাবার সম্পত্তির আসল দলিল আদালতে তলব করার আর্জি জানিয়েছেন এবং সেই দলিলে থাকা সই আদৌ তার বাবা সঞ্জয় কাপুরের কি না, তা খতিয়ে দেখার আবেদন করেছেন। আদালত কিয়ানের জমা দেওয়া এই পিটিশনটি পুনর্বিবেচনার আর্জি মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের ১২ জুন লন্ডনে পোলো খেলার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় কাপুর। খেলার মাঠে হঠাৎ তার মুখের ভেতর মৌমাছি ঢুকে যায়, যার জেরে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং মৃত্যুবরণ করেন। আইনি জটিলতার কারণে সেসময় তার মরদেহ দেশে ফিরতেও বেশ কিছুটা সময় লেগেছিল। তার মৃত্যুর কয়েক মাসের মধ্যেই এবার সম্পত্তি নিয়ে পরিবারের এই বিবাদ প্রকাশ্যে এলো।
এসএন