ভারত-পাকিস্তান যুদ্ধ অবলম্বনে নির্মিত এবং রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর’-এর ট্রেলার অন্তর্জালে উন্মুক্ত হয়েছে। ট্রেলারে দেখা গেছে ধুন্ধুমার অ্যাকশন, যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে চর্চা।
জানা গেছে, এতে মেজর ইকবালের চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল। অজয় সান্যাল নামের এক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন আর মাধবন, খলনায়ক রহমান ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না এবং চৌধুরী আসলামের চরিত্রে সঞ্জয় দত্ত।
সিনেমাটি পরিচালনা করেছেন ইয়ামি গৌতমের স্বামী আদিত্য ধর।
তিনি জানিয়েছেন, ‘ধুরন্ধর’ ২ ভাগে মুক্তি পাবে। প্রথম পর্বটি আগামী ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং এটির দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টা ৫ মিনিট। দ্বিতীয় পর্ব মুক্তি পেতে পারে আগামী বছর।
এসএন