আবারও বিতর্কে জড়ালেন বলিউডের প্রথম শ্রেণির অভিনেত্রী আলিয়া ভাট। গত বছর থেকেই সিনেমার গল্প চুরির অভিযোগ উঠেছে তার নামে। এবার সে প্রসঙ্গ নিয়ে সংবাদমাধ্যমে কথা বললেন অভিনেত্রীর চাচা নির্মাতা ও প্রযোজক মুকেশ ভাট।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি আলিয়ার বিতর্ক প্রসঙ্গে মুখ খুলেছেন মুকেশ। তিনি জানান, পরিবারের সদস্য হওয়ায় আলিয়াকে ভালো করে চেনেন তিনি। কারো সিনেমার গল্প চুরি করে কাজ করার মতো মেয়ে আলিয়া নন।
মুকেশের ভাষায়, অভিনেত্রী দিব্যা খোসলা কুমারের দাবি, আলিয়ার ‘জিগরা’ ছবিটি আসলে তার ছবি ‘সাবী’-র নকল। আলিয়াকে নিয়ে এ তথ্য আমি বিশ্বাস করি না। কারণ আমি ওকে যতটুকু চিনি, স্বপ্নেও এমন কাজ করার মতো মেয়ে আলিয়া নয়।
মুকেশ বলেন,
দিব্যা প্রচারণা পাওয়ার জন্য এমন করেছিল কি না বলতে পারছি না। তবে আলিয়া এমন দেউলিয়া হয়নি যে ওকে অন্যের সিনেমার গল্প চুরি করতে হবে।
এরপরই মুকেশ জানান,
‘সাবী’-র পরিচালক তিনি ছিলেন। কাহিনি প্রায় একইরকম হলেও চিত্রনাট্য ও প্রেজেন্টেশন পুরোপুরি ভিন্ন ছিল সিনেমা দুটির।
উদাহরণ টেনে তাই মুকেশ আরও বলেন, ‘আর্ত’, ‘সিলসিলা’ ও ‘ইয়ে নাজদেকিয়ান’সিনেমা প্রায় একই সময় মুক্তি পেয়েছিল। গল্পের কেন্দ্র প্রায় এক হলেও সিনেমার সবকিছু মিলিয়ে একে নকল বলা যায় না। দাবি করা যায় না, সিনেমাগুলো কারো গল্প চুরি করে তৈরি। তাই আমি বলবো, ‘জিগরা’-র সঙ্গে ‘সাবী’র কোনও মিল নেই।
প্রসঙ্গত, ২০২৪ সালের মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সাবী’। অন্যদিকে ‘জিগরা’ সেই বছরই অক্টোবর মাসে মুক্তি পায়।
আরপি/এসএন