অস্ট্রেলিয়ান সাবেক মাইক হাসিকে ‘মিস্টার ক্রিকেট’ বলেই চেনেন ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবির ‘হেড অব গেম ডেভেলপমেন্ট’ হাবিবুল বাশার সুমন মনে করেন মুশফিক বাংলাদেশের ‘মিস্টার ক্রিকেট’।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ম্যাচ শুরু সকাল সাড়ে ৯টায়। সবকিছু ঠিক চললে এই ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামবেন মুশফিক।
স্মৃতিচারণে হাবিবুল বললেন, ‘‘তিনি সত্যিকারের এক কিংবদন্তি। মুশফিকুর রহিমকে নিয়ে আমি ভীষণ গর্বিত। অসাধারণ কাজ করেছেন। শততম টেস্ট খেলা, এটা বিশাল এক অর্জন।
এতগুলো ম্যাচ খেলতে হলে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হয়, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়। একসময় এমন আসে, যখন মন চায় না, শরীরও ধরে রাখতে পারে না।
মনে হয়, ‘আর পারছি না।’ কিন্তু মুশফিকুর রহিমের ক্ষেত্রে ‘আর পারছি না’— এই কথাটা নেই। তিনি হলেন মিস্টার ক্রিকেট, আমাদের মাইক হাসি।’’
‘আরেকটা বিষয় মনে রাখতে হবে, বাংলাদেশ কিন্তু ইংল্যান্ড, ভারত বা অস্ট্রেলিয়ার মতো এতবেশি টেস্ট ম্যাচ খেলে না। এত কম ম্যাচ খেলার সুযোগের মধ্যেও নিজের নিষ্ঠা ও আগ্রহ ধরে রাখা, এটাই বড় অর্জন। আমার মনে হয়, তার ক্রিকেটের প্রতি ভালোবাসা ও আবেগই তাকে বাকিদের থেকে আলাদা করে। চাই, তিনি আরও অনেকদিন খেলুন।’’
আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে ক্যারিয়ারের ৯৯তম টেস্ট খেলে ফেলেছেন মুশফিক। বুধবার ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্টে নামলে প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলকে নাম লেখাবেন।
১৮২ ইনিংসে ৩৮এর বেশি গড়ে মুশফিক করেছেন ৬,৩৫১ রান। সেঞ্চুরি ১২টি, ফিফটি ২৭টি। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ৫৫ টেস্টে মুশফিকের ব্যাটে এসেছে ৩,৫১৫ রান। উইকেটরক্ষক হিসেবে তৃতীয় সর্বোচ্চ ৬ সেঞ্চুরি করেছেন তিনি।
আইকে/টিএ