তৃতীয় বিয়েও টিকল না ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মীরা বাসুদেবনের। সম্প্রতিই ডিভোর্স হয়েছে তার। চিত্রগ্রাহক বিপিন পুথিয়াঙ্কমের সঙ্গে এক বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে তার। ডিভোর্সের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
অভিনেত্রী মীরা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের কথা জানান।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী এ অভিনেত্রী বলেন, ‘আমি অভিনেত্রী মীরা বাসুদেবন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি যে, আমি ২০২৫ সালের আগস্ট থেকে অবিবাহিত।
দক্ষিণী এ তারকা লিখেছেন, ‘আমি আমার জীবনের সবচেয়ে চমৎকার ও শান্তিপূর্ণ সময়ে আছি। তার এ বিবৃতিতে এটি স্পষ্ট হয় কয়েক মাস আগেই বিচ্ছেদ হয়েছে তার। এটি ছিল জনসাধারণের কাছে আনুষ্ঠানিকভাবে প্রকাশনা মাত্র।
এর আগে গত বছরের মে মাসে কোয়েম্বাটুরে মীরা ও বিপিনের বিয়ে হয়। এটি ছিল অভিনেত্রীর তৃতীয় বিয়ে। কিন্তু বিয়ের মাত্র এক বছর অতিক্রম হতে না হতেই ডিভোর্স হলো তাদের। ডিভোর্সের ঘোষণা দেওয়ার পরই ইনস্টাগ্রাম থেকে বিপিনের সঙ্গে থাকা সব ছবি ও ভিডিও মুছে ফেলেছেন অভিনেত্রী।
মীরা ও বিপিনের প্রথম দেখা হয়েছিল ‘কুদুম্ববিলাক্কু’ ধারাবাহিকের সেটে। পরিচয়টা পেশাদার কাজের ক্ষেত্রে হলেও তা ধীরে ধীরে প্রেম-ভালোবাসায় রূপ নেয়। পালাক্কাড়ের বাসিন্দা বিপিন কুদুম্ববিলাক্কু-সহ কয়েকটি টেলিভিশন ধারাাবাহিকের চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন। একাধিক তথ্যচিত্রেও কাজ করেছেন তিনি।
এদিকে বিপিনকে বিয়ের আগে অভিনেতা জন কোকেনের সঙ্গে বিয়ে হয়েছিল মীরার। ওই সংসারে আরিহা নামে একটি পুত্রসন্তান রয়েছে তাদের।
উল্লেখ্য, দক্ষিণী সিনেমায় প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন মীরা। অভিনেতা মোহনলালের বিপরীতে ‘ব্লেসির থানমাথরা’ সিনেমায় অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেন। এছাড়া টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে খ্যাতি লাভের আগেই কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেত্রী। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ‘ওরুভান’, ‘একান্তম’, ‘কাক্কি’, ‘পচমরথনলিল’ ইত্যাদি।
আরপি/এসএন