কারিনা কাপুর খান নিজের নতুন নেটফ্লিক্স বিশেষ পর্ব ডাইনিং উইথ দ্য কাপুর্স সামনে রেখে এক খোলামেলা কথোপকথনে আবারও আলোচনায়। উই দ্য উইমেন অনুষ্ঠানে হাজির হয়ে তিনি স্পষ্ট জানালেন, শিল্পী পরিবারের সন্তান হওয়া কিছু সুবিধা দেয় ঠিকই, কিন্তু সেই সুবিধা কাউকে দীর্ঘ পথ দেখায় না। তার ভাষায়, নেপোটিজম হয়তো প্রথম ছবির দরজা খুলে দেয়, কিন্তু দর্শকের গ্রহণযোগ্যতা না পেলে ক্যারিয়ার টিকে না।
চতুর্থ প্রজন্মের অভিনয়শিল্পী হিসেবে কাপুর পরিবারে জন্মানো কারিনা জানেন নিজের নামের ওজন কতটা। তবে তিনি এটাও মানছেন, আজকের দিনে যারা নেপো বেবি হিসেবে পরিচিত, তাদের ওপর নজরদারি আর সমালোচনার তীব্রতা আগের তুলনায় অনেক বেশি। যখন তিনি কাজ শুরু করেছিলেন, তখনকার পরিবেশ ছিল আলাদা।
কারিনা বললেন, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় দর্শকই। পরিবার যত বড়ই হোক, টিকে থাকতে হলে দরকার প্রতিভা, পরিশ্রম আর মানুষের সঙ্গে যোগসূত্র। তার কথায় স্পষ্ট হয় বলিউডে ক্রমশ জোরালো হয়ে ওঠা সেই আলোচনাই— সুযোগ জন্মসূত্রে মিলতে পারে, কিন্তু জায়গা ধরে রাখে কেবল পারফরম্যান্স।
এসএন