রাম মাধবানি তাঁর নতুন ছবিতে এক অনন্য জগত গড়ে তুলতে চলেছেন, যেখানে তীব্র অ্যাকশনের ভেতর লুকিয়ে থাকবে আধ্যাত্মিক যাত্রা। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন টাইগার শ্রফ। দীর্ঘদিনের পর্দাজুড়ে তাঁর লড়াই–দক্ষতা এবার নতুন মাত্রা পেতে চলেছে, কারণ চরিত্রটির ভেতরে যেমন থাকবে শারীরিক শক্তির পরীক্ষা, ঠিক তেমনই থাকবে অন্তর্গত পরিবর্তনের কঠিন সাধনা।
আগামী দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি শুরু হবে শুটিং। ছবির বড় অংশ ধারণ করা হবে জাপানে, যেখানে প্রকৃতি, সংস্কৃতি আর ধ্যান–দর্শনের আবহ গল্পটিকে মিলিয়ে দেবে এক অন্য আলোয়। নির্মাতা মাধবানির হাতে নীরজা, আর্যা আর ধমাকার মতো কাজে দেখা গেছে তীক্ষ্ণ গল্পধারা আর গভীর মানবিকতা। এবার সেই অভিজ্ঞতা তিনি মিশিয়ে দিচ্ছেন টাইগারের অ্যাকশন দক্ষতার সঙ্গে, যাতে তৈরি হয় এক নতুন রূপ।
এই ছবির জন্য টাইগারকে নিতে হবে কঠোর শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি মানসিক প্রস্তুতিও। নির্মাতারা মনে করছেন, এটি শুধু চোখধাঁধানো দৃশ্য নয়, বরং এমন একটি অভিজ্ঞতা যা দর্শককে টেনে নেবে আত্মিক অনুসন্ধানের পথে।
গুরুত্বপূর্ণ আরও কয়েকটি চরিত্রের জন্য আলোচনা চলছে। খুব শিগগিরই প্রকাশ পাবে প্রথম ঝলক।
মহাবীর জৈন ফিল্মস ও রাম মাধবানি ফিল্মসের এই উদ্যোগ ভারতীয় সিনেমাকে নতুনভাবে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরবে, কারণ ছবিতে একসঙ্গে পাওয়া যাবে পূর্ব এশিয়ার সৌন্দর্য আর বলিউডের আবেগঘন নির্মাণশৈলী।
এমকে/এসএন