অতুলনীয় জনপ্রিয়তার জোয়ার শেষে আবারও একত্র হচ্ছেন দুই তারকা সৃষ্টিকারী শক্তি-আল্লু অর্জুন ও পরিচালক বয়াপাটি শ্রীনু। প্রায় এক দশক পর তাঁদের এই পুনর্মিলনকে ঘিরে তেলুগু চলচ্চিত্রজগতে শুরু হয়েছে নতুন উত্তেজনা। দুই হাজার ষোল সালে তাঁদের যৌথ নির্মাণ সরাইনোডু শুধু ব্যবসায়িক দিক থেকেই নয়, গ্রামীণ অঞ্চলে সাংস্কৃতিক উন্মাদনাতেও পরিণত হয়েছিল। সেই সাফল্যের স্মৃতি আজও দর্শকের মনে অমলিন।
আল্লু অর্জুন বর্তমানে অ্যাটলির সঙ্গে তাঁর উচ্চাভিলাষী বিজ্ঞানকল্প ছবির শুটিং শেষ করছেন। এর পরই বিরতি না নিয়ে সরাসরি তিনি যোগ দেবেন বয়াপাটি শ্রীনুর নতুন প্রকল্পে। শুরুতে গুঞ্জন উঠেছিল সরাইনোডুর দ্বিতীয় পর্ব নিয়ে, তবে ঘনিষ্ঠ মহলের নিশ্চিত তথ্য—এটি হবে সম্পূর্ণ নতুন গল্প, যেখানে আধুনিকতার আবেশ ধরে রাখা হবে কাঁচা শক্তির সেই পুরোনো স্বাদ।
বয়াপাটি শ্রীনু এই মুহূর্তে শেষ করছেন আখন্ডা দুই থাণ্ডবমের কাজ। এরপরই তিনি মন দেবেন আল্লু অর্জুনের নতুন ছবিতে। নির্মাতারা জানাচ্ছেন, এটি হবে দুই হাজার ছাব্বিশ সালের অন্যতম আলোচিত সর্বভারতীয় মুক্তি, যেখানে দেখা যাবে অর্জুনের ভরপুর নায়কোচিত উপস্থিতি, সাম্প্রতিক সময়ের পরিশীলিত উপস্থাপনার সঙ্গে।
দুই শিল্পীর সময়সূচি নিখুঁতভাবে মিলে যাওয়ায় কাজ এগিয়ে যাচ্ছে দ্রুত। আবারও নিজেদের প্রমাণ করতে প্রস্তুত এই জুটি—যাঁরা বহুদিন পর নতুন এক গল্পে বয়ে আনতে চলেছেন উচ্ছ্বাস, উত্তাপ আর উদ্দীপনার নতুন ঢেউ।
এমকে/এসএন