মালায়ালম চলচ্চিত্রজগতে নতুন এক ইতিহাস রচনা করলেন ক্যাল্যাণী প্রিয়দর্শন। তাঁর সুপারহিরো অভিষেক ছবি লোকহ অধ্যায় এক চন্দ্র শুধু প্রেক্ষাগৃহেই ঝড় তোলেনি, ওটিটিতেও সৃষ্টি করেছে নজিরবিহীন সাফল্য। অরম্যাক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের তিন থেকে নয় নভেম্বরের সপ্তাহে ছবিটি চার মিলিয়ন দর্শকসংখ্যা ছুঁয়ে জিওহটস্টারের দ্বিতীয় সর্বাধিক দেখা মুক্তি হয়ে উঠেছে। এ অর্জনের মাধ্যমে এটি পিছনে ফেলেছে মোহনলালের তিনটি বড় ছবি, কেবল পিছিয়ে রয়েছে কেশরি অধ্যায় দুই এবং ট্যুরিস্ট ফ্যামিলির তুলনায়।
এই সাফল্য শুধু ক্যাল্যাণীর ব্যক্তিগত বিজয় নয়, মালায়ালম চলচ্চিত্রশিল্পের দিকবদলের এক স্পষ্ট ইঙ্গিত। দীর্ঘদিন ধরে তারকা-নির্ভর ঐতিহ্যের মধ্যে তরুণ শিল্পী এবং উচ্চধারণাভিত্তিক কাহিনি খুব কমই আলোচনার কেন্দ্রে এসেছে। লোকহ সেই সীমারেখা ভেঙে দেখিয়েছে, নতুন প্রজন্মের অভিনয়শক্তি আর ভিন্ন ঘরানার গল্পও সমানভাবে রাজত্ব করতে পারে প্রেক্ষাগৃহ আর ওটিটি দুই ক্ষেত্রেই।
প্রেক্ষাগৃহে ব্যবসাসফলের পর ওটিটিতে এ সাফল্য ছবিটিকে চলতি বছরের অন্যতম প্রভাবশালী প্রকল্পে পরিণত করেছে। নির্মাতাদের মতে, এটি শুধু মুনাফা নয়, সাংস্কৃতিক প্রভাবের দিক থেকেও এক উল্লেখযোগ্য মাইলফলক, যা মালায়ালম চলচ্চিত্রকে নতুন উচ্চতায় তুলে দিয়েছে।
ইতিমধ্যে গুঞ্জন চলছে লোকহর দ্বিতীয় অধ্যায় নিয়ে। যদি সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়, তবে এটি মালায়ালমের প্রথম পূর্ণাঙ্গ সুপারহিরো মহাবিশ্ব হিসেবে প্রতিষ্ঠা পাবে, যা ভারতের ডিজিটাল বিনোদন বাজারেও শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
এমকে/এসএন