নতুন এক আলোকছটায় ধরা দিলেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। সাম্প্রতিক এক ফটোশুটে তিনি ফুটিয়ে তুলেছেন সেই চিরকালীন সৌন্দর্য, সংযম আর নিঃশব্দ তীব্রতা, যার স্মৃতি জাগায় ঐশ্বর্যা রায়ের নন্দিনী চরিত্রকে। তবে এ মিল অনুকরণে নয় এ যেন দুই প্রজন্মের দুই অভিনয়শিল্পীর অভিন্ন সৌন্দর্যবোধের প্রতিধ্বনি।
নরম খোঁপা, লাল আচ্ছাদন আর শান্ত দৃষ্টির সেই সাজে ওয়ামিকা তুলে এনেছেন পুরোনো দিনের মায়াবী আবহ। সরাসরি পুনর্নির্মাণ নয়, তবু ছবিগুলোর ভঙ্গি আর মনোভাব দর্শকদের মনে জাগিয়ে দিয়েছে সেই বহু আলোচিত চরিত্রের স্মৃতি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত থেকে চলচ্চিত্র–অনুরাগী—সবার আলোচনার কেন্দ্রবিন্দু এখন এই ফটোশুট।
এই মুহূর্তগুলো আবারও প্রমাণ করেছে ওয়ামিকার বিস্তৃত অভিনয়দক্ষতা ও পর্দাজোড়া উপস্থিতি। আধুনিকতার সঙ্গে ধ্রুপদি সৌন্দর্যের যে সেতুবন্ধন তিনি তৈরি করেছেন, তা শুধু দৃষ্টিনন্দনই নয় , তার ভবিষ্যৎ যাত্রায় নতুন সম্ভাবনার দরজাও খুলে দিচ্ছে।
দিন দিন উজ্জ্বল হচ্ছে তাঁর পথচলা। ভারতীয় চলচ্চিত্রে সমকালীন মুখদের মধ্যে ওয়ামিকা যে অন্যতম প্রকাশশালী শিল্পী হিসেবে উঠে আসছেন, এই ফটোশুট যেন তা আরও একবার স্পষ্ট করে দিল।
এমকে/এসএন