নায়নতারার ফেরার খবর তেলুগু চলচ্চিত্রজগতে নতুন উত্তেজনা ছড়িয়েছে। পরিচালক গোপিচন্দ মলিনেনির ইতিহাসভিত্তিক মহাকাব্যিক ছবিতে তিনি নন্দমুরি বালাকৃষ্ণার সঙ্গে আবারও পর্দায় জুটিবদ্ধ হচ্ছেন। ‘সিম্হা’, ‘জয় সিম্হা’ এবং ‘শ্রী রামরাজ্যাম’-এর পর এটি তাঁদের চতুর্থ সংযোগ। ছবিটি শুধু ভিজ্যুয়াল প্রভাব নয়, আবেগের দিক থেকেও প্রমোট করছে এক অনন্য মহাকাব্যিক অভিজ্ঞতা। নায়নতারার চরিত্র হবে শক্তিশালী এক রাণীর, যার গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে রাজকীয় উপস্থিতি ও কর্তৃত্ব।
নায়নতারার জন্মদিনে উন্মোচিত প্রথম ঝলক, যেখানে তিনি ঘোড়ায় চড়ে রয়েছেন, ছবির রাজকীয় আকারের দিকটি দর্শকদের সামনে স্পষ্ট করে দিয়েছে। ভৃদ্ধি সিনেমাসের ব্যানারে নির্মিত এই সিনেমা মলিনেনির প্রথম ইতিহাসভিত্তিক প্রযোজনা। এতে সাধারণ দর্শককে আকৃষ্ট করার জন্য সমৃদ্ধ পিরিয়ড বিশদ, তীব্র গল্পবিন্যাস এবং জনমানসের প্রিয় অ্যাকশন একত্রিত করা হয়েছে, যা আগে দেখা যায়নি।
‘বীর সিম্হা রেড্ডি’র সাফল্যের পর বালাকৃষ্ণা এবং মলিনেনির পুনর্মিলন এই চলচ্চিত্রকে সমগ্র ভারতের জন্য বড় পরিসরের এক প্রযোজনায় পরিণত করেছে। বালাকৃষ্ণার অভিনয় এবার আগে দেখা যায়নি এমন এক নতুন রূপে প্রকাশিত হবে। আর নায়নতারার চরিত্র, যাকে নির্মাতারা ‘রাণীর অধ্যায়’ বলে উল্লেখ করেছেন, গল্পের প্রায় সব গুরুত্বপূর্ণ মোড়ে কেন্দ্রবিন্দুতে থাকবে।
এই ছবির মাধ্যমে দর্শক প্রস্তুত হতে পারেন ইতিহাস, নায়কত্ব এবং আবেগঘন নাটকের একত্রিত মহাসঙ্গমের জন্য, যা এক সম্পূর্ণ মহাকাব্যিক অভিজ্ঞতা হিসেবে পর্দায় ধরা দেবে।
এমকে/এসএন