বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের মেগাস্টার শাকিব খান। বর্তমানে তার বহুল প্রতীক্ষিত সিনেমা 'সোলজার' নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক আগ্রহ বিরাজ করছে। ইতোমধ্যেই এই ছবির নায়িকা তানজিন তিশা এবং শাকিব খানের লুক প্রকাশ্যে আসায় তা নেটিজেনদের নজর কেড়েছে।
তবে এবার 'সোলজার' টিমের আলোচনায় নতুন সংযোজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব আবসার। সম্প্রতি রাকিব সামাজিক যোগাযো গমাধ্যমে ছবি শেয়ার করেছেন।
যেখানে তাকে দেখা গেছে ঘন দাড়িতে। যদিও রাকিব আবসার নিজে তার চরিত্রের নাম বা অন্য কোনো বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
নেটিজেনদের ধারণা এই অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমায় তিনি হয়তো কোনো খলনায়ক বা নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। ছবির কাস্টিং ও লুক দেখে দর্শকরা ইতোমধ্যেই বড়সড় চমকের অপেক্ষা করছেন।
শাকিব খান অভিনীত ও সাকিব ফাহাদ পরিচালিত 'সোলজার' সিনেমাটি অ্যাকশন-থ্রিলার ঘরানার হওয়ায় এর জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এসএন