ফ্যাশনের জগতে এমন কিছু মুখ আছে, যাদের উপস্থিতি মানেই এক ধরনের অনস্বীকার্য শক্তি। সুস্মিতা সেন সেই বিরল ব্যক্তিত্বদের একজন; যিনি পোশাক নয়, বরং তার ব্যক্তিত্ব দিয়ে পোশাককে অর্থবহ করে তোলেন। সাম্প্রতিক এই ফটোশুটেও তার সেই স্বতন্ত্র সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং মিনিমালিস্ট এলিগ্যান্স দারুণভাবে ফুটে উঠেছে। কালো-সাদা রঙের ক্লাসিক ব্লেজার সেটে তিনি যেন শক্তি, সৌন্দর্য ও আধুনিকতার এক অনন্য মিশ্রণ প্রকাশ করেছেন।
ছবিতে তাকে দেখা যাচ্ছে একটি কালো ব্লেজার ও ফ্লেয়ার্ড ট্রাউজারে। ব্লেজারের তীক্ষ্ণ সাদা ল্যাপেল পুরো লুকে এনেছে মনোহর কনট্রাস্ট। পোশাকটির কাট, কাঠামো এবং ফিটিং এতটাই নিখুঁত যে তা তার ব্যক্তিত্বের সঙ্গে মিশে গেছে-এ যেন ক্লাসিক পাওয়ারড্রেসিংয়ের এক নিখুঁত উদাহরণ।
কালো রঙ দীর্ঘদিন ধরেই এলিগ্যান্স ও অথরিটির প্রতীক। কিন্তু সুস্মিতার ক্ষেত্রে কালো যেন নতুন অর্থ পায়-এখানে সেটা আত্মবিশ্বাসের আবরণ, শক্তির ভাষা।
তার চুল বাঁধা হয়েছে ক্লাসিক হাই-বানে। এই হেয়ারস্টাইলটি তার চিবুকের লাইন, চোখের ধার এবং মুখের কাঠামোকে আরও উজ্জ্বল করে তুলেছে। হাই বান সাধারণত মিনিমালিস্ট লুকে ব্যবহৃত হয়, কিন্তু সুস্মিতার ক্ষেত্রে এটি যেন আরও বেশি রাজকীয়তা যোগ করেছে।
মেকআপে রয়েছে নরম, উষ্ণ টোন। মসৃণ বেস মেকআপ, সূক্ষ্ম হাইলাইটিং এবং নিখুঁতভাবে শেড করা চোখ-সব মিলিয়ে একটি পরিষ্কার, ডিফাইন্ড ও এলিগ্যান্ট ফিনিশ তৈরি করেছে। লিপস্টিকের নিস্তরঙ্গ শেড পুরো লুককে ভারসাম্য দিয়েছে।
তার কানে দেখা যায় স্টেটমেন্ট ইয়াররিং, হাতে বড় আকারের রিং-যা মিনিমালিস্ট স্টাইলের সঙ্গে নিখুঁতভাবে যায়। পোশাক যেখানে সাদামাটা অথচ শক্তিশালী, সেখানে অ্যাকসেসরিজ যোগ করেছে প্রয়োজনীয় ঝলক।
পুরো ফটোশুটের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো তার দেহভঙ্গি। মুখে নরম অথচ শক্তিশালী অভিব্যক্তি, চোখের গভীরতায় আত্মবিশ্বাসের ছাপ শুধু ছবিকেই নয়, তার পুরো স্টাইলকে জীবন্ত চরিত্রে রূপ দিয়েছে।
ফ্যাশনে ট্রেন্ড আসে যায়, কিন্তু কালো-সাদার সমন্বয় কখনও পুরোনো হয় না। তবু সবার পক্ষে এই রঙে নিজের উপস্থিতিকে এতো দৃঢ়ভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয় না। সুস্মিতা আবারও প্রমাণ করেছেন মিনিমাল রঙেও সর্বোচ্চ ইমপ্যাক্ট তৈরি করা যায়, যদি আপনার ভেতরের শক্তি পোশাকের সঙ্গে মিলেমিশে যায়।
এই ফটোশুটে সুস্মিতা সেন শুধু পোশাক পরেননি; তিনি নিজের স্টাইল-দর্শনকে প্রকাশ করেছেন। তার উপস্থিতি মনে করিয়ে দেয় যে ফ্যাশন হলো আত্মবিশ্বাসের প্রকাশ আর সত্যিকারের এলিগেন্স আসে স্বভাবে, সাজে নয়।
এমকে/এসএন