বলিউডে ফের তুমুল আলোচনার জন্ম দিয়েছে আদিত্য ধর পরিচালিত নতুন ছবি ধুরন্ধর। ছয় বছর পর উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক–এর সাফল্যের পর আবারও পরিচালনায় ফিরেছেন তিনি। আর তার সঙ্গেই মুক্তি পেল বহুল প্রতীক্ষিত ট্রেলার, যেখানে সহিংসতার ঝড়, গোপন অভিযান আর দেশপ্রেমের তীব্র উত্তাপ মিলেমিশে তৈরি করেছে বিস্ফোরক পরিবেশ।
বাস্তব ঘটনাপ্রসূত এক কল্পজগৎকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে উঠে এসেছে রক্তাক্ত সংঘাত, গোপন সেনা অভিযান আর সীমান্তের অদেখা গল্প। এতে একঝাঁক শক্তিশালী অভিনেতার উপস্থিতি ছবিটিকে আরও ভারী করেছে।
আইএসআই কর্মকর্তা মেজর ইকবালের চরিত্রে অরজুন রামপাল রীতিমতো শিউরে ওঠার মতো অভিনয় করেছেন। অজিত দোভালের কৌশলী ভাবমূর্তির ছাপ ফুটে উঠেছে আর মাধবনের চরিত্রে। নিষ্ঠুর দৃঢ়তায় পর্দা দাপিয়েছেন অক্ষয় খন্না, আর এসপি আসলাম হিসেবে সঞ্জয় দত্ত যোগ করেছেন পরিমিত ভার।
তবে ট্রেলার এর শেষ দিকে আবির্ভূত হয়ে পুরো দৃশ্যপট পাল্টে দিয়েছেন রণবীর সিং। তীব্র দৃষ্টি আর শক্তিশালী সংলাপে তিনি যেন ছবির মূল সুরই ঘোষণা করে দেন—এবারের গল্প আরও নির্মম, আরও বাস্তব।
ছবিটি নাকি গোপন অভিযানে শহীদ মেজর মহিত শর্মার জীবনের অনুপ্রেরণায় নির্মিত। ট্রেলার এর রক্তঝরা দৃশ্য, গভীর ত্যাগের ইঙ্গিত আর আদিত্য ধরের নিখুঁত বর্ণনাভঙ্গি ইঙ্গিত দিচ্ছে—ধুরন্ধর শুধু আরেকটা বাণিজ্যিক ছবি নয়; এটি হতে যাচ্ছে বলিউডের অন্যতম কঠিন ও তীব্র চলচ্চিত্র।
আসছে ৫ ডিসেম্বর ২০২৫, প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ধুরন্ধর, যা ইতোমধ্যেই দর্শক-সমালোচকের নজর কেড়ে নিয়েছে।
ইউটি/টিএ