দরিদ্রদের দিকে সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিত জুবিন: জিৎ গাঙ্গুলী
মোজো ডেস্ক 04:49PM, Nov 19, 2025
বাংলার সঙ্গীত জগতে জুবিনের কদর শুধু তার সঙ্গীত প্রতিভার জন্য নয়, মানবিকতার জন্যও। জনপ্রিয় গায়ক ও অভিনেতা জিৎ গাঙ্গুলী বলেন, “মাটিতে পা রেখে চলত, দরিদ্রদের দিকে সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিত। তাই তো আজ মানুষ জুবিনকে নতুন করে ভালবাসছে।”
শুধু মঞ্চে নয়, বাস্তব জীবনে তার নম্রতা, সহমর্মিতা এবং সাধারণ মানুষের প্রতি আন্তরিকতার জন্যই জুবিন ভক্তদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সঙ্গীতের মাধ্যমে সমাজের নানা প্রয়োজনে সচেতনতা সৃষ্টি করা- এই সকল কাজই তাকে আলাদা করেছে।
জিৎ গাঙ্গুলীর এই প্রশংসা শুধু সহশিল্পীর পক্ষ থেকে নয়, বরং সেই প্রমাণও যে, জুবিনের প্রতি ভক্তদের ভালোবাসা কেবল তার গানের জন্য নয়, মানবিকতার জন্যও। তার জীবন ও সঙ্গীত যাত্রা আজ এক অনুপ্রেরণার গল্পে পরিণত হয়েছে, যা নতুন প্রজন্মের শিল্পীদের জন্য দৃষ্টান্ত হয়ে আছে।