টলিউডের ব্যস্ততম নায়িকাদের তালিকায় মিমি চক্রবর্তীর স্থান প্রথম সারিতেই। শুটিং আর কাজের চাপের মাঝেও পশুদের জন্য তার ভালোবাসা সব সময় আলাদা রয়ে গেছে। নিজেকে এখনও সিঙ্গল বলেন তিনি, কিন্তু প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই গুঞ্জন ওঠে। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন অভিনেত্রী, যখন প্রকাশ্যে পরিচয় করালেন নিজের নতুন মেয়ে চুলবুলিকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেন মিমি। ছবিতে দেখা যায় কোলে নিয়ে আদর করছেন চুলবুলিকে। অনেকেই প্রথমে ধরে নেন তিনি সিঙ্গল মাদার হিসেবে নতুন করে সন্তান গ্রহণ করেছেন। পরে জানা যায়, চুলবুলি আসলে এক পথকুকুর, যাকে আশ্রয় দিয়েছেন নায়িকা।
রবিবার ছুটির দিনটি তিনি কাটান শেল্টার হোমে। সেখানে পথকুকুরদের খাবার বিতরণ থেকে গরুকে খাওয়ানো পর্যন্ত সব কাজই নিজে হাতে করেন। ছবির ক্যাপশনে লেখেন সেরা ও আশীর্বাদ পাওয়া এক রবিবার।
মিমি শুধু অভিনয়েই নয়, মানবিকতার কাজেও সমান সক্রিয়। নিজের বাড়িতে রয়েছে পোষ্য চিকু, ম্যাক্স আর যাদুকে নিয়ে তার ছোট্ট সংসার। কয়েক বছর আগে প্রিয় পোষ্য চিকুকে হারান তিনি। সেই স্মৃতি এখনও তাড়া করে। গত ১৪ নভেম্বর ছিল চিকুর জন্মদিন। সে দিন মোমবাতি জ্বালিয়ে ফুল দিয়ে তাকে স্মরণ করেন মিমি। লিখেন, শুভ জন্মদিন আমার ছোট্ট ছেলে। তোমার মা ও ভাইবোনরা তোমাকে ভীষণ মিস করে।
৩৬ ছুঁয়ে ৩৭-এর পথে হাঁটছেন মিমি। একা থাকায় অভ্যস্ত তিনি, বিয়ে নিয়ে আপাতত কোনো ভাবনা নেই বলেও জানিয়েছেন আগেই। রাজনীতি থেকে দূরে সরে এসে এখন পুরোপুরি মন দিয়েছেন অভিনয়ে। তার ভাষায়, সংসার মানে এখন এই তিন চারপেয়ে সন্তানই।
এসএন