অভিনয়জীবনে অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করলেও এত দিন চলচ্চিত্রে দেখা যায়নি রিচি সোলায়মানকে। তিন দশকের ক্যারিয়ারে প্রথমবার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী।
জেন-জিদের হতাশা ও তা থেকে উত্তরণ নিয়ে নির্মিতব্য এ সিনেমাটির নাম ‘রবি ইন ঢাকা’। রাজীব সালেহীন পরিচালিত এ সিনেমাটিতে রিচি সোলায়মানের বিপরীতে দেখা যাবে ইমতিয়াজ বর্ষণকে।
এই অভিনেতা বলেন, ‘সমকালীন জীবনের হতাশা, মানসিক চাপ এবং নানা সংকটের পরও মানুষ কী করে টিকে থাকার শক্তি খুঁজে পায়, ছবিটি সে বাস্তবতাকেই তুলে ধরবে। বেঁচে থাকার জন্য সুন্দর কিছু খুঁজে বের করার মানুষের এই নিরলস প্রচেষ্টা ছবির মূল বার্তা হিসেবে যেভাবে উঠে এসেছে, তা আমার কাছে সত্যিই দারুণ লেগেছে।’
এর আগে ছবিটি প্রসঙ্গে খুব কিছু বলেননি রিচি। শুধু জানিয়েছিলেন, ‘এখনই কিছু বলতে চাইছি না। চমক হিসেবে রাখতে চাই।’
জানা গেছে, চলতি মাসের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। ‘রবি ইন ঢাকা’ সিনেমাটি প্রযোজনা করছে সাজগোজ নামের প্রতিষ্ঠান। এতে রিচি-বর্ষণ ছাড়া আরো অভিনয় করছেন আজাদ আবুল কালাম, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।
ছবিটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।
কেএন/টিএ