ট্রাম্পের নৈশভোজে সৌদি যুবরাজের সঙ্গী রোনালদো

হোয়াইট হাউসে ‘ব্ল্যাক-টাই ডিনার’-এ দেখা গেল সুপারস্টার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে। গতকাল মঙ্গলবার রাতের এ আয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিমন্ত্রণে সৌদি যুবরাজের সঙ্গে অংশ নিয়েছিলেন এই ফুটবল তারকা।

অনুষ্ঠানের আগে ট্রাম্প জানান, রোনালদোকে আতিথ্য জানানো তাঁর জন্য সম্মানের।

পর্তুগিজ ফুটবল তারকা রোনালদোর দিকে তাকিয়ে ট্রাম্প অতিথিদের বলেন, ‘আমার ছেলে রোনালদোর অনেক বড় ফ্যান।’

তিনি আরও বলেন, ‘ব্যারন (ট্রাম্পপুত্র) তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছে। আর আমার মনে হয় এজন্য এখন সে তার বাবাকে আরও একটু বেশি সম্মান করছে। শুধু আমি আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি বলেই।’

২০১৬ সালের পর যুক্তরাষ্ট্রে পা রাখলেন রোনালদো। সে সময় একটি যৌন নির্যাতনের অভিযোগের মুখোমুখি হন তিনি। ক্যাথরিন মায়োরগা নামে এক নারী অভিযোগ করেন, রোনালদো ২০০৯ সালে লাস ভেগাসের একটি হোটেল কক্ষে তাঁকে ধর্ষণ করেছিলেন। এ অভিযোগ অস্বীকার করেন এই তারকা ফুটবলার।


২০১৮ সালে এক বিবৃতিতে রোনালদো বলেন, ‘আমি আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো জোরালোভাবে অস্বীকার করছি। ধর্ষণ একটি নিকৃষ্ট অপরাধ, যা আমার সত্তা ও বিশ্বাসের পরিপন্থী।’

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরেরা জানান, অভিযোগ প্রমাণের যথেষ্ট ভিত্তি না থাকায় রোনালদোর বিরুদ্ধে মামলা করা হবে না।

২০২৩ সালের শুরুর দিকে সৌদি প্রো লিগের মুখপাত্র ও আল নাসর ক্লাবের অধিনায়ক হিসেবে সৌদি আরবে পাড়ি জমান রোনালদো। ক্লাবটি সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল (পিআইএফ)–এর মালিকানাধীন, যার চেয়ারম্যান যুবরাজ নিজেই।

সৌদি ফুটবল লিগে রোনালদোর উজ্জ্বল পারফরম্যান্স তাঁকে দেশটির আধুনিকীকরণ প্রচেষ্টার অন্যতম মুখপাত্রে পরিণত করেছে।

নৈশভোজের আগের দিনই জানা গিয়েছিল এই আয়োজনে থাকছেন রোনালদো। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছিলেন। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আনুষ্ঠানিক প্রতিনিধি দলে ছিলেন কি না তা জানাননি।

সৌদি যুবরাজ দেশের আয়ের প্রধান উৎস তেলনির্ভরতা কমাতে খেলাধুলা ও পর্যটনসহ অন্যান্য খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছেন। অনেক সমালোচক দাবি করেন, সৌদির এসব বিনিয়োগ মূলত আন্তর্জাতিক অঙ্গনে বৈধতা অর্জন এবং দেশের মানবাধিকার রেকর্ড ও তেলশিল্পের পরিবেশগত প্রভাব থেকে দৃষ্টি সরানোর কৌশল, যা ‘স্পোর্টসওয়াশিং’ নামে পরিচিত।

আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির পরিচালক সানাম ভাকিলের মতে, আধুনিকায়নের লক্ষ্য সামনে রেখে ক্রীড়া ও পর্যটন খাতে নিজেদের অবস্থান শক্ত করতে সৌদি আরব বহু আলোচিত ইভেন্ট ও ব্যক্তিত্বের ওপর বিপুল বিনিয়োগ করছে।

সৌদি আরবের সঙ্গে রোনালদোর বেতনচুক্তি ছিল অবিশ্বাস্য রকমের বেশি। প্রতিবেদনে বলা হয়, তাঁকে বছরে ২০০ মিলিয়ন ডলার অর্থাৎ দৈনিক পাঁচ লাখ ডলারেরও বেশি দেওয়া হতো।
এই বছরের জুনে তিনি নতুন দুই বছরের চুক্তিতে সই করেন, যার মোট মূল্য প্রায় ৪০০ মিলিয়ন ডলার। ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, তিনি এখন প্রথম বিলিয়নিয়ার ফুটবলার, যার মোট সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার। ৪০ বছর বয়সী এক ফুটবলারের ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে এটি নিঃসন্দেহে বিশাল অঙ্ক।

রোনালদো সম্প্রতি সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ‘আমাদের বস’ বলে অভিহিত করেন।

চলতি মাসের শুরুর দিকে রোনালদো রিয়াদে পর্যটন মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে সৌদি আরবের উন্নয়ন প্রকল্পগুলো প্রশংসা করেন এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ সৌদি আরবে আয়োজনের প্রত্যাশার কথা জানান ।

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পদত্যাগ করলেন সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলাম Nov 19, 2025
img
অ্যাভেঞ্জার্সে যোগ দিচ্ছেন স্টাইলিশ স্যাডি সিঙ্ক Nov 19, 2025
img
আখাউড়া দিয়ে বৃহস্পতিবার থেকে মাছ রপ্তানি বন্ধ Nov 19, 2025
img
বিচ্ছেদের ৩০ বছর পর একসঙ্গে প্রসেনজিৎ-দেবশ্রী Nov 19, 2025
img
সাহস আর অনুপ্রেরণার প্রতীক সুস্মিতা সেন Nov 19, 2025
img
চট্টগ্রাম বন্দর ইস্যুতে উদ্বেগ প্রকাশ জামায়াতে ইসলামীর, দেওয়া হয়েছে ৩ প্রস্তাব Nov 19, 2025
img
রামপুরায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন Nov 19, 2025
img
শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের দুঃসংবাদ Nov 19, 2025
img
কুমিল্লায় একই দিনে বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা Nov 19, 2025
img
পল্লবী থানার সামনে ৩টি ককটেল বিস্ফোরণে আতঙ্ক Nov 19, 2025
img
ছদ্মবেশে নাশকতা, প্রভাবশালী আ. লীগ নেতা গ্রেপ্তার Nov 19, 2025
img
ডার্ক থ্রিলার নিয়ে ফিরছেন মাধুরী দীক্ষিত Nov 19, 2025
img
যুবদল নেতা কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক কোন্দল : র‌্যাব Nov 19, 2025
img
নির্বাচনি আচরণবিধি নিয়ে দলগুলোর তোপের মুখে ইসি Nov 19, 2025
img
বিশ্ব পুরুষ দিবসে ছেলের উদ্দেশে হৃদয়স্পর্শী চিঠি ব্রিটিশ প্রধানমন্ত্রীর Nov 19, 2025
img
রাম চরণের স্ত্রী উপাসনার বক্তব্য ঘিরে নেটিজেনদের ক্ষোভ Nov 19, 2025
img
মুশফিক ভাই সেঞ্চুরি করলে আমাদের জন্য বড় পাওয়া হবে: ক্রীড়া উপদেষ্টা Nov 19, 2025
img
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাষ্প নির্গমন শুরু আগামীকাল, আতঙ্কিত না হওয়ার পরামর্শ Nov 19, 2025
img
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গাইবেন বাপ্পা-কোনাল Nov 19, 2025
img
প্রথমবারের মতো সারা দেশে সাড়ে ৫০০ স্কুল খেলবে: আসিফ আকবর Nov 19, 2025