নিঃশব্দ ২০২৪ আর কঠিন ২০২৩ পেরিয়ে অভিনয়শিল্পী পূজা হেগড়ে যেন ফিরে এলেন এক দুর্দান্ত পুনর্জাগরণ নিয়ে। গত দু’বছরের মন্দা সময়ের পর ২০২৫ সালেই তিনি প্রমাণ করলেন, দৃঢ় মনোভাব আর সৃজনশীলতা থাকলে দ্বিতীয় ইনিংসও প্রথমটির মতোই আলো ছড়াতে পারে, কখনো কখনো আরও উজ্জ্বল হয়ে ওঠে।
বছরটির শুরুতেই পূজার ঝুলিতে যোগ হলো তিনটি নতুন ছবি। এর মধ্যে সুরিয়া অভিনীত রেট্রো ছবিটি বক্স অফিসে বড় সাড়া না ফেললেও পূজার অভিনয় দর্শকের চোখে আলাদা প্রশংসা কেড়েছে। চরিত্রটির আবেগমথিত উপস্থিতি আর সুরিয়ার সঙ্গে তাঁর নবীন রসায়ন ছবিতে এনেছে নতুন স্বাদ, যা সোশ্যাল মিডিয়াতেও আলোচিত হয়েছে।
তবে সবচেয়ে বড় আলোড়ন তুলেছে রজনীকান্তের কুলি ছবির নাচের গান মনিকা। দীর্ঘ মাসজুড়ে এই গান সামাজিক মাধ্যমে উন্মাদনা সৃষ্টি করেছে। রিল ভিডিও, চ্যালেঞ্জ আর নাচের কোরিওগ্রাফিতে গানটি পরিণত হয় সাংস্কৃতিক আলোচনার অংশে। পূজার প্রাণবন্ত উপস্থিতি ও নাচের তালে তাঁর শক্তিশালী প্রত্যাবর্তনের ঘোষণা যেন আরও জোরালো হয়ে ওঠে।
এই সাফল্যের পর এখন তাঁর সামনে নতুন ব্যস্ততা। বিজয়ের সঙ্গে জননায়কুডু আগামী জানুয়ারিতে মুক্তির অপেক্ষায়। পাশাপাশি আরও একটি তেলুগু ছবির কাজ চলছে এবং প্রাথমিক ধাপে রয়েছে আরেকটি নতুন প্রকল্প। থমকে যাওয়া সময় পেছনে ফেলে পূজার সময়সূচি আবার দৌড়াতে শুরু করেছে।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, রেট্রোর প্রশংসা আর মনিকার তুমুল জনপ্রিয়তা তাঁর জন্য এ বছরকে সৃজনশীলভাবে পরিপূর্ণ করে তুলেছে। দর্শকের ভালোবাসা তাঁকে আবার নতুন আত্মবিশ্বাসে ভরিয়ে দিয়েছে।
স্লোডাউন থেকে পুনর্জাগরণ- পূজা হেগড়ের এই যাত্রা আক্ষরিক অর্থেই প্রমাণ করে, প্রত্যাবর্তন কেবল সম্ভবই নয়, কখনো কখনো আগের চেয়েও উজ্জ্বল হয়ে ফিরে আসে শিল্পী।
কেএন/টিএ