সায়ারা ছবির অভিনেত্রী আনিত পাড্ডা আবারও ভক্তদের হৃদয় জয় করেছেন- এইবার নিজের জীবনের ব্যক্তিগত মুহূর্তের এক উষ্ণ ঝলকে। প্যারিস থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা তাঁর ফটো কারাউজেলে দেখা যায় আরামদায়ক ক্যাফে, আইফেল টাওয়ার, রাস্তার সঙ্গীত আর খেলাধুলাপূর্ণ সেলফি, যা শহরের জাদু উপস্থাপন করেছে। কিন্তু দর্শকের মন কেড়েছে শুধু দৃশ্য নয়, বরং পরিবারের প্রতি তাঁর অনুভূতিমূলক বার্তাই।
ছবির ক্যাপশনে আনিত লিখেছেন:
“প্যাড্ডাস ইন প্যারিস। মায়া, তোমার পাশে ঘুমোতে মিস করেছি। রীতো, তোমার সঙ্গে তর্ক করতে মিস করেছি। বাবা, তোমার খোঁচাখোঁচানো ঘুমের শব্দ মিস করেছি। আর আমি তোমাদের ভালোবাসি, আমার সবটুকু নিয়ে।”
এই পোস্টে ভক্তরা মুহূর্তেই প্রেমময় মন্তব্যে ভরে উঠেছেন। “এটা সত্যিই উষ্ণ” থেকে শুরু করে মজার মন্তব্য “দেখো চাঁদ নাজর আ গেয়া” পর্যন্ত, সবাই তাঁর আন্তরিকতা ও কোমলতার সঙ্গে গভীরভাবে সংযুক্ত হয়েছেন। পোস্টটি এখন ভাইরাল এবং দেখাচ্ছে, আনিতের সাদামাটা ভালোবাসা এখনও দর্শকের মনে গেঁথে রয়েছে।
সহজ মুহূর্ত আর আন্তরিক কথার মাধ্যমে আনিত পাড্ডা মনে করিয়ে দিয়েছেন, সবচেয়ে সুন্দর শহরেও প্রিয়জন ছাড়া ঘরের মতো কিছুই হয় না।
কেএন/টিএ