নারী কাবাডি বিশ্বকাপে হ্যাটট্রিক জয় পাওয়া হলো না বাংলাদেশের। বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে আজ ৪৩-১৮ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মিরপুর সোহরাওয়ার্দী স্টেডিয়ামে শুরু থেকেই আজ চাপে পড়ে বাংলাদেশ। যার প্রভাব পড়েছে প্রথমার্ধের ফলে। দুইবার অলআউট হওয়া বাংলাদেশ বিরতিতে যায় ২৯-৮ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধেও একবার অলআউট হয়েছে বাংলাদেশ। তাতে পরাজয়ের ব্যবধান বাড়ে। শেষ পর্যন্ত ৪৩-১৮ ব্যবধানে হেরে তিক্ত স্বাদে মাঠ ছেড়েছেন শাহনাজ পারভীন-রূপালী আক্তাররা।
বাংলাদেশের চতুর্থ ম্যাচে প্রতিপক্ষ থাইল্যান্ড। ‘এ’ গ্রুপের এই ম্যাচটি হবে আগামী শনিবার। এর আগে উগান্ডাকে ৪২-২২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৫৭-২৭ ব্যবধানে জার্মানিকে উড়িয়ে হ্যাটট্রিক জয়ের সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু আজ ভারতের কাছে হেরে বাংলাদেশের জয়ের ধারা থেমেছে।
এসএস/টিএ