সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রায় এক মাস পর প্রথমবারের মত সন্তানকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তার স্বামী রাজনীতিক রাঘব চাড্ডা। সেই সাথে এই তারকা-দম্পতি জানালেন তাদের প্রথম সন্তানের নাম।
গত ২০ অক্টোবর এই দম্পতির কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান। সেদিন ইনস্টাগ্রামে সুখবর জানিয়ে তারা লিখেছিলেন, ‘অবশেষে সে এসেছে! আমাদের পুত্রসন্তান। এখন আমাদের হৃদয় আরও পরিপূর্ণ। প্রথমে আমরা একে অপরের ছিলাম, আর এখন আমাদের দু’জনের সবকিছুই আছে।’
দীর্ঘ প্রতীক্ষার পর পরিণীতি এবং রাঘব ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি শেয়ার করে নবজাতকের প্রথম ঝলক প্রকাশ করেন। একইসঙ্গে জানান, তার নাম রাখা হয়েছে নীর।
তাদের পোস্টের ক্যাপশনে তারা লেখেন, ‘জলস্য রূপম, প্রেমস্য স্বরূপম তত্র এভ নীর। আমাদের হৃদয় খুঁজে পেয়েছে জীবনের এক চিরন্তন বিন্দু। আমরা তার নাম রেখেছি ‘নীর’ শুদ্ধ, পবিত্র, অনন্ত।’
ছবিতে দেখা যায়, ছোট্ট নীরের মুখ জনসমক্ষে না এনে শুধু তার দুটি ছোট্ট পা দেখানো হয়েছে। এক ছবিতে পরম স্নেহে সেই পায়ে মা-বাবা চুমু এঁকে দিচ্ছেন, অন্য ছবিতে তাকে দু’হাত দিয়ে আগলে রেখেছেন। সন্তানের প্রতি তাঁদের অকৃত্রিম ভালোবাসার প্রকাশ ঘটেছে এই ছবিতে।
কেএন/টিএ