শততম টেস্টে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মাঠে নামা মুশফিকুর রহিমকে বিশেষ সম্মাননা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দিনের খেলা শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। তাকে অভিনন্দন জানিয়ে আসিফ মাহমুদ আশা প্রকাশ করেন, এই ঐতিহাসিক ম্যাচে আগামীকাল শতরান করে মাইলফলকটিকে আরও স্মরণীয় করে তুলবেন দেশের অন্যতম সেরা এই ব্যাটার।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা শেষে মুশফিকের হাতে স্মারক তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আজ শততম টেস্ট খেললেন মুশফিক ভাই। ৯৯ রানে শেষ করেছেন। আগামীকাল যদি মুশফিক ভাই সেঞ্চুরি করেন, সেটি হবে আমাদের জন্য বড় পাওয়া।’
মুশফিকের দীর্ঘদিনের নির্ভরযোগ্যতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমরা ছোটবেলা থেকেই দেখতাম দলের অবস্থা খারাপ হলেও মুশফিক ভাই যখন ব্যাট করতে নামতেন, মনে হতো এখন দল একটু ভরসা পাবে, রান আসবে, দল টিকে থাকবে।’
খেলা শেষে স্টেডিয়ামের মাঠকর্মীদের সঙ্গেও কথা বলেন ক্রীড়া উপদেষ্টা।
এসএস/টিএ