বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর বলেছেন, জেলা ক্রীড়া সংস্থা থেকে সরে এসে প্রত্যেক জেলায় পৃথক জেলা ক্রিকেট সংস্থা গড়ে তোলা হবে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে পঞ্চগড় স্টেডিয়ামে এজ গ্রুপ ক্রিকেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ আকবর বলেন, শিগগিরই প্রত্যেক জেলায় ক্রিকেট লীগ চালু হবে। এছাড়া ক্রীড়া অধিদপ্তর থেকে কেনা সরঞ্জাম অনেক সময় খেলার উপযোগী না থাকায় বিসিবি নতুন পরিকল্পনা গ্রহণ করছে।
তিনি আরও বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদেরও ক্রিকেট কাঠামোর সঙ্গে যুক্ত করা হয়েছে। পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের মতো দেশে মাদ্রাসা থেকেই জাতীয় দলে ক্রিকেটার এসেছে। তাই বাংলাদেশে প্রতিটি শিশুকে মূল ধারায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রাইম ব্যাংক ক্রিকেট টুর্নামেন্টকে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে এবং এবারই প্রথম স্কুল ক্রিকেটারদের ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে। এছাড়া দেশের প্রায় ২৩ লাখ নতুন প্রজন্ম ড্রাগ এডিক্টেড, বিদেশে থাকা প্রায় দেড় কোটি মানুষের পরিবার নানা দুর্ভোগে, এবং প্রায় ৫ কোটি মানুষ ইনঅ্যাকটিভ। এজন্য ক্লাস ফোর থেকেই ক্রিকেট কার্যক্রম শুরু করা হবে এবং বাংলাদেশে ক্রিকেটের ক্যালেন্ডার ৮ মাস সক্রিয় রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। মেয়েদের জন্যও বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিবির পরিচালক হাসানুজ্জামান, মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম এবং বিসিবির আম্পায়ার সাকির। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার মেম্বার সেক্রেটারি আবুল হাসেম। এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্রিকেটার, অভিভাবক ও আম্পায়াররাও বক্তব্য রাখেন।
এমআর