দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব নিয়ে একটি অনুপ্রেরণামূলক বার্তা শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।
তিনি লিখেছেন, অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীলতা মানুষকে ধীরে ধীরে নিজের স্বকীয়তা থেকে দূরে সরিয়ে দেয়। নিজের সিদ্ধান্ত, চিন্তা ও সক্ষমতার উপর বিশ্বাস না রাখলে ব্যক্তিত্ব কখনোই পূর্ণতা পায় না বলে মন্তব্য করেন তিনি।
বিজয়ের মতে, জীবনে এগিয়ে যেতে হলে প্রথম ও প্রধান শর্ত হলো নিজের প্রতি আস্থা রাখা। তিনি বলেন, বারবার অন্যের মতের উপর নির্ভর করলে মানুষ নিজের ভিতরের শক্তিকে চিনতেই পারে না। সাহস করে নিজেই নিজের পথ তৈরি করা উচিত, এই বার্তাই পৌঁছে দিতে চান তিনি।
তার বক্তব্য ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্য করছেন, বর্তমান সময়ে আত্মবিশ্বাসের ঘাটতি এবং অতিরিক্ত নির্ভরতা যে কতটা মানুষের অগ্রগতিকে থামিয়ে দেয়, বিজয়ের কথায় তা প্রতিফলিত হয়েছে।
এমআর