বলিউডে দীর্ঘ তিন দশকের পথচলায় অর্জনের পরও নিজেকে কঠোরভাবে শৃঙ্খলার মধ্যে রাখেন অক্ষয় কুমার। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি বলেন, “সাফল্যের মধ্যে বেশি আরাম পেলে মানুষ ধীর হয়ে যায়। তাই সচেতন থাকো।” তার এই মন্তব্যে আবারও ফুটে উঠেছে তার পরিশ্রমী মানসিকতা ও নিজেকে নিয়ত নতুনভাবে প্রস্তুত রাখার দর্শন।
অক্ষয় কুমার বহুবারই বলেছেন, সাফল্য কখনো স্থায়ী নয়, স্থায়ী কেবল চেষ্টা। নিজেকে প্রতিনিয়ত উন্নত করা, সময়কে গুরুত্ব দেওয়া এবং কাজের প্রতি অটল মনোযোগই তাকে আজকের অক্ষয়ে পরিণত করেছে। তার মতে, সাফল্যের পর আরামের আশ্রয় নিলে মানুষ ধীরে ধীরে পিছিয়ে পড়ে, তাই প্রতিটি দিনকে তিনি নতুন করে শুরু করার সুযোগ হিসেবে দেখেন।
শিল্পী হিসেবে অক্ষয়ের এই দৃষ্টিভঙ্গি শুধু বলিউডের তরুণদেরই নয়, তার অসংখ্য ভক্তকেও অনুপ্রাণিত করে। সাফল্যের শিখরে থেকেও তিনি কঠোর পরিশ্রমকে জীবনের প্রধান চালিকা শক্তি মনে করেন।
আইকে/এসএন