বাংলাদেশ ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটার মুশফিকুর রহিমের শততম টেস্ট ঘিরে যখন দেশজুড়ে উচ্ছ্বাস, সেই আনন্দের রেশ পৌঁছেছে ফুটবল অঙ্গনেও। শক্তিশালী ভারতের বিপক্ষে জয়ে উজ্জ্বল পারফরম্যান্সের পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী এবার ভিডিও বার্তায় জানালেন মুশফিককে বিশেষ শুভেচ্ছা ও শুভকামনা।
ভিডিও বার্তায় হামজা বলেছেন, মুশফিককে তিনি দেশের অন্যতম কিংবদন্তি মনে করেন এবং এমন একজন শীর্ষ ক্রীড়া ব্যক্তিত্বের পাশে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করেন। মুশফিকের শততম টেস্ট উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এই ম্যাচ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করবে।
হামজার ভাষায় “আসসালামু আলাইকুম মুশফিক ভাই, আমাদের দেশের বড় একজন কিংবদন্তি আপনি। আপনাকে নিয়ে গর্ববোধ করি। আপনার ১০০তম টেস্টের জন্য অভিনন্দন। ইনশাআল্লাহ আগামীকাল সেরাটা হবে।”
বাংলাদেশ ক্রিকেটে দুই দশকেরও বেশি সময় ধরে মুশফিকুর রহিমের অর্জন ও অবদান শুধু ক্রিকেট-ভক্তের কাছেই নয়, ফুটবল অঙ্গনেও সমান শ্রদ্ধা পাচ্ছে, হামজার শুভেচ্ছা বার্তাই যেন তার প্রমাণ। দেশের দুই জনপ্রিয় খেলাধুলা, ক্রিকেট ও ফুটবলের প্রতিনিধিদের এমন পারস্পরিক সম্মান ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করে।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) মুশফিকের সেঞ্চুরি দেখার প্রত্যাশায় হামজার মতোই ক্রীড়া-প্রেমীরাও অপেক্ষায়।
আইকে/এসএন