আগামী শুক্রবার (২১ নভেম্বর) ব্যাংককে ঘোষনা করে হবে ২০২৫ সালের বিশ্ব সুন্দরী।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে সেরা ত্রিশজনের নাম ঘোষনা করেছে মিস্ ইউনিভার্স কর্তৃপক্ষ, যারা শুক্রবারের গাউন প্রতিযোগীতায় অংশ নিবে।
যার মধ্যে প্রথম স্থানে রয়েছেন, আইভরি কোস্টের প্রতিযোগী অলিভিয়া, দ্বিতীয় স্থানে ফিলিপাইনসের আহতিসা, তৃতীয় স্থানে রয়েছেন চিলির ইনামল, চতুর্থ স্থানে ভারতের মানিকা এবং ৫ম স্থানে রয়েছেন থাইল্যান্ডের প্রতিযোগী ভিনা প্রাভিনার।
সেরা দশের মধ্যে ৬ষ্ঠ স্থানে রয়েছেন পুর্তে রিকোর জাসেলি, তার্ক এন্ড কায়কোসের প্রতিযোগী বেরেনিস ৭ম স্থানে, ল্যাটিনা থেকে ইয়ামিল ৮ম স্থানে, ৯ম স্থানে রয়েছেন মেক্সিকোর ফাতিমা এবং ১০ স্থানে রয়েছেন বলিভিয়ার ইয়েশিকা।
শেষ ত্রিশে যাওয়া আরো প্রতিযোগীরা হচ্ছেন, এঙ্গোলিয়া, আর্জেন্টিনা, বাহামাস, বেলিজ, ব্রাজিল, কাম্বোডিয়া, চীন, কোস্টারিকা, ক্রোয়েশিয়া, কিউবা, এস্টোনিয়া, গুয়াদেলোপ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, নিকারাগুয়া, পেরু, পর্তুগাল, সিনেগাল, আমেরিকা এবং ভেনিজুয়েলার প্রতিযোগী।
থাইল্যান্ডের নোনথাবুড়িতে গত ৩ সপ্তাহ ধরে চলছে ৭৪ তম বিশ্ব সুন্দরী প্রতিযোগীতার এই আয়োজন।
আইকে/এসএন